যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে দুই বছর বয়সী একটি শিশুর হাত অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ২২ বছর বয়সী মা প্রাণ হারিয়েছেন।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। জেসিনিয়া মিনা নামের ওই নারী বুকে গুলিবিদ্ধ হন। তাঁর ছোট ছেলে বাড়ির শোয়ার ঘরে লোড করা একটি বন্দুক পেয়ে ট্রিগারে চাপ দেয়। বন্দুকটি ওই নারীর প্রেমিক অ্যান্ড্রু সানচেজের মালিকানাধীন ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার জন্য সানচেজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পুলিশের লেফটেন্যান্ট পল সার্ভেন্টেস এক সংবাদ সম্মেলনে বলেন, একটি মুহূর্তের জন্য শিশুটি বন্দুক হাতে পায় এবং ট্রিগারে চাপ দেয়। এ সময় তার মা মিনা বিছানায় শোয়া অবস্থায় গুলিবিদ্ধ হন।
মিনাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। লেফটেন্যান্ট সার্ভেন্টেস বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অস্ত্র সঠিকভাবে সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ।’
পুলিশ জানিয়েছে, মিনা এবং তাঁর সন্তানেরা তাঁর প্রেমিকের সঙ্গে সন্ধ্যায় বাইরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সবাই বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এই ঘটনার সময় মিনার ৮ মাস বয়সী আরেকটি সন্তানও বাড়িতে ছিল।
সানচেজ একটি ৯ এমএম লোডেড বন্দুক শোয়ার ঘরে রেখে গিয়েছিলেন। সেটি শিশুদের নাগালের মধ্যেই ছিল। শুক্রবারের ঘটনার পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সানচেজের বিরুদ্ধে শিশুকে বিপজ্জনক পরিস্থিতিতে রাখা এবং অপরাধমূলক অস্ত্র সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। এর আগে তাঁর অপরাধের কোনো রেকর্ড নেই বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন ক্যালিফোর্নিয়ার একটি শপিং সেন্টারের ট্রাকে ৭ বছর বয়সী এক বালক অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে চাপ দেওয়ায় তার ২ বছর বয়সী ভাই নিহত হয়। এর কয়েক দিন আগেই আরেকটি ঘটনায় ৩ বছর বয়সী শিশু একটি বন্দুক চালিয়ে তার ১ বছর বয়সী ভাই–বোনকে আহত করে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে দুই বছর বয়সী একটি শিশুর হাত অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ২২ বছর বয়সী মা প্রাণ হারিয়েছেন।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। জেসিনিয়া মিনা নামের ওই নারী বুকে গুলিবিদ্ধ হন। তাঁর ছোট ছেলে বাড়ির শোয়ার ঘরে লোড করা একটি বন্দুক পেয়ে ট্রিগারে চাপ দেয়। বন্দুকটি ওই নারীর প্রেমিক অ্যান্ড্রু সানচেজের মালিকানাধীন ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার জন্য সানচেজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পুলিশের লেফটেন্যান্ট পল সার্ভেন্টেস এক সংবাদ সম্মেলনে বলেন, একটি মুহূর্তের জন্য শিশুটি বন্দুক হাতে পায় এবং ট্রিগারে চাপ দেয়। এ সময় তার মা মিনা বিছানায় শোয়া অবস্থায় গুলিবিদ্ধ হন।
মিনাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। লেফটেন্যান্ট সার্ভেন্টেস বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অস্ত্র সঠিকভাবে সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ।’
পুলিশ জানিয়েছে, মিনা এবং তাঁর সন্তানেরা তাঁর প্রেমিকের সঙ্গে সন্ধ্যায় বাইরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সবাই বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এই ঘটনার সময় মিনার ৮ মাস বয়সী আরেকটি সন্তানও বাড়িতে ছিল।
সানচেজ একটি ৯ এমএম লোডেড বন্দুক শোয়ার ঘরে রেখে গিয়েছিলেন। সেটি শিশুদের নাগালের মধ্যেই ছিল। শুক্রবারের ঘটনার পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সানচেজের বিরুদ্ধে শিশুকে বিপজ্জনক পরিস্থিতিতে রাখা এবং অপরাধমূলক অস্ত্র সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। এর আগে তাঁর অপরাধের কোনো রেকর্ড নেই বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন ক্যালিফোর্নিয়ার একটি শপিং সেন্টারের ট্রাকে ৭ বছর বয়সী এক বালক অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে চাপ দেওয়ায় তার ২ বছর বয়সী ভাই নিহত হয়। এর কয়েক দিন আগেই আরেকটি ঘটনায় ৩ বছর বয়সী শিশু একটি বন্দুক চালিয়ে তার ১ বছর বয়সী ভাই–বোনকে আহত করে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৭ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৮ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৮ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১০ ঘণ্টা আগে