ঋণ পরিশোধের জন্য পাচারকারী চক্রে যোগ দেওয়া দম্পতির সাজা হয়েছে। নিকোলাস ফুলউড এবং পামেলা ফুলউড নামের দম্পতি ২০১৮ সালে সোফার মধ্যে লুকিয়ে ইরাকি অভিবাসীদের যুক্তরাজ্যে পাচারের সময় ধরা পরে। ২০১৯ সালে তারা এ বিষয় স্বীকার করে নেন।
গতকাল সোমবার ক্যান্টারবেরি ক্রাউন কোর্টে এ ঘটনায় তৃতীয় আসামি আজাদ আহমাদির সঙ্গে তাদের সাজা দেওয়া হয়।
বেআইনি অভিবাসনে সহায়তা করার অপরাধে নিকোলাস ফুলউডকে (৪৮) তিন বছর ও পামেলাকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া, ডার্বির ওয়েস্ট গ্রিন অ্যাভিনিউর আহমাদিকে (৩১) ৪ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসিকিউটর ফ্রান্সিস লয়েড আদালতকে বলেন, ফুলউড একটি গাড়িতে করে ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচ ইরাকি নাগরিককে যুক্তরাজ্যে আনার চেষ্টা করেছিলেন কিন্তু ফরাসি কর্তৃপক্ষ তাকে বাধা দেয়।
লয়েড আদালতকে বলেছেন, আহমেদি এই স্কিমের পে-মাস্টার ছিলেন। তিনি ফুলউডসের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার ২৮০ ডলার স্থানান্তর করেছেন।
সাজা ঘোষণার সময় রেকর্ডার মাইকেল টার্নার বলেন, নিকোলাস এবং পামেলা ফুলউড হতাশা থেকে এ কাজে জড়িত হন। তিনি ফুলউডের উদ্দেশে বলেন, ‘আপনি টাকা ধার নিয়েছিলেন এবং তা শোধ করতে না পারায় সেখান থেকে হুমকি পাচ্ছিলেন। কিন্তু দিন শেষে আপনার অপরাধকে ক্ষমা করা যাবে না।’
সাজা ঘোষণার পর যুক্তরাজ্যের অভিবাসন মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, ‘আমরা অপরাধী চক্রকে বিচারের আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ।’
ঋণ পরিশোধের জন্য পাচারকারী চক্রে যোগ দেওয়া দম্পতির সাজা হয়েছে। নিকোলাস ফুলউড এবং পামেলা ফুলউড নামের দম্পতি ২০১৮ সালে সোফার মধ্যে লুকিয়ে ইরাকি অভিবাসীদের যুক্তরাজ্যে পাচারের সময় ধরা পরে। ২০১৯ সালে তারা এ বিষয় স্বীকার করে নেন।
গতকাল সোমবার ক্যান্টারবেরি ক্রাউন কোর্টে এ ঘটনায় তৃতীয় আসামি আজাদ আহমাদির সঙ্গে তাদের সাজা দেওয়া হয়।
বেআইনি অভিবাসনে সহায়তা করার অপরাধে নিকোলাস ফুলউডকে (৪৮) তিন বছর ও পামেলাকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া, ডার্বির ওয়েস্ট গ্রিন অ্যাভিনিউর আহমাদিকে (৩১) ৪ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসিকিউটর ফ্রান্সিস লয়েড আদালতকে বলেন, ফুলউড একটি গাড়িতে করে ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচ ইরাকি নাগরিককে যুক্তরাজ্যে আনার চেষ্টা করেছিলেন কিন্তু ফরাসি কর্তৃপক্ষ তাকে বাধা দেয়।
লয়েড আদালতকে বলেছেন, আহমেদি এই স্কিমের পে-মাস্টার ছিলেন। তিনি ফুলউডসের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার ২৮০ ডলার স্থানান্তর করেছেন।
সাজা ঘোষণার সময় রেকর্ডার মাইকেল টার্নার বলেন, নিকোলাস এবং পামেলা ফুলউড হতাশা থেকে এ কাজে জড়িত হন। তিনি ফুলউডের উদ্দেশে বলেন, ‘আপনি টাকা ধার নিয়েছিলেন এবং তা শোধ করতে না পারায় সেখান থেকে হুমকি পাচ্ছিলেন। কিন্তু দিন শেষে আপনার অপরাধকে ক্ষমা করা যাবে না।’
সাজা ঘোষণার পর যুক্তরাজ্যের অভিবাসন মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, ‘আমরা অপরাধী চক্রকে বিচারের আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ।’
নানা অজুহাতে নিজে দেশের নাগরিকদেরই বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারতের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গ, আসামসহ বাঙালি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে এখন বাংলাদেশে ফেরত পাঠানোর আতঙ্কে আছেন বহু মানুষ। এই ভয়ে কলকাতায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
২২ মিনিট আগেশাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা এক বিবৃতিতে জানিয়েছেন, হামাস যোদ্ধা এবং গাজার বেসামরিক নাগরিকেরা যা খায়, জিম্মিরাও তা-ই খায়। রেড ক্রসের আহ্বানকে স্বাগত জানালেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গাজার সব মানুষ যেমন আছে জিম্মিরা তেমনই থাকবে। কোনো বিশেষ সুবিধা তাদের দেওয়া হবে না।
২৯ মিনিট আগেইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল রোববার বৈরী আবহাওয়ার...
১ ঘণ্টা আগেইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
১১ ঘণ্টা আগে