ঋণ পরিশোধের জন্য পাচারকারী চক্রে যোগ দেওয়া দম্পতির সাজা হয়েছে। নিকোলাস ফুলউড এবং পামেলা ফুলউড নামের দম্পতি ২০১৮ সালে সোফার মধ্যে লুকিয়ে ইরাকি অভিবাসীদের যুক্তরাজ্যে পাচারের সময় ধরা পরে। ২০১৯ সালে তারা এ বিষয় স্বীকার করে নেন।
গতকাল সোমবার ক্যান্টারবেরি ক্রাউন কোর্টে এ ঘটনায় তৃতীয় আসামি আজাদ আহমাদির সঙ্গে তাদের সাজা দেওয়া হয়।
বেআইনি অভিবাসনে সহায়তা করার অপরাধে নিকোলাস ফুলউডকে (৪৮) তিন বছর ও পামেলাকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া, ডার্বির ওয়েস্ট গ্রিন অ্যাভিনিউর আহমাদিকে (৩১) ৪ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসিকিউটর ফ্রান্সিস লয়েড আদালতকে বলেন, ফুলউড একটি গাড়িতে করে ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচ ইরাকি নাগরিককে যুক্তরাজ্যে আনার চেষ্টা করেছিলেন কিন্তু ফরাসি কর্তৃপক্ষ তাকে বাধা দেয়।
লয়েড আদালতকে বলেছেন, আহমেদি এই স্কিমের পে-মাস্টার ছিলেন। তিনি ফুলউডসের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার ২৮০ ডলার স্থানান্তর করেছেন।
সাজা ঘোষণার সময় রেকর্ডার মাইকেল টার্নার বলেন, নিকোলাস এবং পামেলা ফুলউড হতাশা থেকে এ কাজে জড়িত হন। তিনি ফুলউডের উদ্দেশে বলেন, ‘আপনি টাকা ধার নিয়েছিলেন এবং তা শোধ করতে না পারায় সেখান থেকে হুমকি পাচ্ছিলেন। কিন্তু দিন শেষে আপনার অপরাধকে ক্ষমা করা যাবে না।’
সাজা ঘোষণার পর যুক্তরাজ্যের অভিবাসন মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, ‘আমরা অপরাধী চক্রকে বিচারের আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ।’
ঋণ পরিশোধের জন্য পাচারকারী চক্রে যোগ দেওয়া দম্পতির সাজা হয়েছে। নিকোলাস ফুলউড এবং পামেলা ফুলউড নামের দম্পতি ২০১৮ সালে সোফার মধ্যে লুকিয়ে ইরাকি অভিবাসীদের যুক্তরাজ্যে পাচারের সময় ধরা পরে। ২০১৯ সালে তারা এ বিষয় স্বীকার করে নেন।
গতকাল সোমবার ক্যান্টারবেরি ক্রাউন কোর্টে এ ঘটনায় তৃতীয় আসামি আজাদ আহমাদির সঙ্গে তাদের সাজা দেওয়া হয়।
বেআইনি অভিবাসনে সহায়তা করার অপরাধে নিকোলাস ফুলউডকে (৪৮) তিন বছর ও পামেলাকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া, ডার্বির ওয়েস্ট গ্রিন অ্যাভিনিউর আহমাদিকে (৩১) ৪ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসিকিউটর ফ্রান্সিস লয়েড আদালতকে বলেন, ফুলউড একটি গাড়িতে করে ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচ ইরাকি নাগরিককে যুক্তরাজ্যে আনার চেষ্টা করেছিলেন কিন্তু ফরাসি কর্তৃপক্ষ তাকে বাধা দেয়।
লয়েড আদালতকে বলেছেন, আহমেদি এই স্কিমের পে-মাস্টার ছিলেন। তিনি ফুলউডসের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার ২৮০ ডলার স্থানান্তর করেছেন।
সাজা ঘোষণার সময় রেকর্ডার মাইকেল টার্নার বলেন, নিকোলাস এবং পামেলা ফুলউড হতাশা থেকে এ কাজে জড়িত হন। তিনি ফুলউডের উদ্দেশে বলেন, ‘আপনি টাকা ধার নিয়েছিলেন এবং তা শোধ করতে না পারায় সেখান থেকে হুমকি পাচ্ছিলেন। কিন্তু দিন শেষে আপনার অপরাধকে ক্ষমা করা যাবে না।’
সাজা ঘোষণার পর যুক্তরাজ্যের অভিবাসন মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, ‘আমরা অপরাধী চক্রকে বিচারের আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ।’
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২ মিনিট আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
১২ মিনিট আগেভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।
৩০ মিনিট আগেভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে