Ajker Patrika

ইরাক যুদ্ধের সমাপ্তি টানল যুক্তরাষ্ট্র

রয়টার্স, ওয়াশিংটন
ইরাক যুদ্ধের সমাপ্তি টানল যুক্তরাষ্ট্র


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল–খাদেমি বৈঠক করেছেন। গতকাল সোমবার হোয়াইট হাউসে তারা এই বৈঠক করেন। এতে চলতি বছরের ডিসেম্বরের পর ইরাকে আর কোনো সামরিক অভিযান চালাবেন না বলে জানিয়েছেন বাইডেন। তবে বিভিন্ন পর্যায়ে পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বৈঠক শেষে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘চলতি বছরের শেষে ইরাকে আমরা আর কোনো সামরিক অভিযান চালাব না। তবে বিভিন্ন পর্যায়ে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।’

দুই পক্ষের যৌথ বিবৃতিতেও একই মনোভাব ফুটে উঠেছে। বিবৃতিতে বলা হয়, ‘আগের আলোচনার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করতে আমরা সম্মত হয়েছি। তবে প্রশিক্ষণ, পরামর্শ, আর্থিক ও কূটনৈতিক বিষয়ে বাগদাদকে সহযোগিতা অব্যাহত রাখবে ওয়াশিংটন।’

অক্টোবরে দেশটির জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের এ ধরনের ঘোষণা গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, ২০০১ সালে আফগানিস্তানে হামলার পর মারণাস্ত্র থাকার মিথ্যা অভিযোগে ২০০৩ সালে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত