Ajker Patrika

ইরাক যুদ্ধের সমাপ্তি টানল যুক্তরাষ্ট্র

রয়টার্স, ওয়াশিংটন
ইরাক যুদ্ধের সমাপ্তি টানল যুক্তরাষ্ট্র


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল–খাদেমি বৈঠক করেছেন। গতকাল সোমবার হোয়াইট হাউসে তারা এই বৈঠক করেন। এতে চলতি বছরের ডিসেম্বরের পর ইরাকে আর কোনো সামরিক অভিযান চালাবেন না বলে জানিয়েছেন বাইডেন। তবে বিভিন্ন পর্যায়ে পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বৈঠক শেষে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘চলতি বছরের শেষে ইরাকে আমরা আর কোনো সামরিক অভিযান চালাব না। তবে বিভিন্ন পর্যায়ে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।’

দুই পক্ষের যৌথ বিবৃতিতেও একই মনোভাব ফুটে উঠেছে। বিবৃতিতে বলা হয়, ‘আগের আলোচনার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করতে আমরা সম্মত হয়েছি। তবে প্রশিক্ষণ, পরামর্শ, আর্থিক ও কূটনৈতিক বিষয়ে বাগদাদকে সহযোগিতা অব্যাহত রাখবে ওয়াশিংটন।’

অক্টোবরে দেশটির জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের এ ধরনের ঘোষণা গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, ২০০১ সালে আফগানিস্তানে হামলার পর মারণাস্ত্র থাকার মিথ্যা অভিযোগে ২০০৩ সালে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত