Ajker Patrika

চীনের শীতকালীন অলিম্পিকে কূটনীতিকদের পাঠাবে না যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ০৯
চীনের শীতকালীন অলিম্পিকে কূটনীতিকদের পাঠাবে না যুক্তরাষ্ট্র

২০২২ সালে চীনে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বর্জন করতে যাচ্ছেন মার্কিন কূটনীতিকেরা। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, চীন রেকর্ড পরিমাণে মানবাধিকার লঙ্ঘন করায় কোনো কূটনৈতিক প্রতিনিধি পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা অংশ নেবেন। 

এর আগে চীনের পক্ষ থেকে বলা হয়, শীতকালীন অলিম্পিক বর্জন করলে পালটা ব্যবস্থা নেবে চীন। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে বলেছেন, শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করবে যুক্তরাষ্ট্র। 

বয়কট প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, মার্কিন সরকার মনে করে, প্রশিক্ষণ নেওয়া ক্রীড়াবিদদের শাস্তি অংশগ্রহণ বন্ধ করা ঠিক হবে না। তবে ওই আয়োজনে কোনো কূটনীতিক পাঠাবে না যুক্তরাষ্ট্র। 

এদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্তকে তারা সম্মান জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত