আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে ১০ মিনিট মহাকাশে ভ্রমণের উদ্দেশ্যে ২৮ মিলিয়ন ডলার নিলাম হেঁকেছেন এক বেনামি মহাকাশ পর্যটক। আগামী ২০ জুলাই বেজোসের মহাকাশ নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রথম যাত্রীবাহী মহাকাশযানে একটি আসনের জন্য তিনি এ বিপুল অর্থ খরচ করছেন। বর্তমান মূল্যমানে এ অর্থের পরিমাণ ২৩৭ কোটি ৬৪ লক্ষ ৯৬ হাজার টাকা।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০ জুলাই জেফ বেজোস ও তাঁর ভাই মার্ক মহাকাশ ভ্রমণে যাবেন। এ ভ্রমণে তাঁদের সঙ্গে আরও একজনকে নেওয়ার জন্য নিলামের আয়োজন করে ব্লু অরিজিন। মাসব্যাপী এ নিলামে শুক্রবার পর্যন্ত সর্বাধিক ডাক উঠেছিল ৫ মিলিয়ন ডলার। শনিবার এসে এ পরিমাণ হুটকরে ৫ গুণেরও বেশি হয়ে যায়। ব্লু অরিজিনের এক টুইট পোস্টে জানানো হয়, এ অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশন—@ক্লাবফোর্ড ফিউচারে দান করা হবে।
রহস্যজনকভাবে এত বড় অংকের নিলাম হাঁকা লোকটির পরিচয় এখনও জানা যায়নি। তাইতো ১৪০ দেশের বিডারদের মধ্যে শীর্ষে থাকা এই বিডারকে 'রহস্যজনক দরদাতা' বলে উল্লেখ করেছে বিবিসি। ব্লু অরিজিন এ বিডারকে বিজয়ী ঘোষণা করেছে। আগামী সপ্তাহে তাঁর নাম জানাবে বলেও উল্লেখ করে ব্লু অরিজিন।
ব্লু অরিজিনের ওয়েবসাইট বলছে, ২০ তারিখ মহাকাশযানটি এ তিন যাত্রীকে নিয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) ওপরে উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। এতে এ যানের যাত্রীরা মাইক্রোগ্রাভিটি উপভোগ করতে পারবেন। তাঁর ছয় সিটের ক্যাপসুল প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসবেন। যাত্রাটি প্রায় ১০ মিনিট স্থায়ী হবে বলে তাঁদের প্রত্যাশা। নিউ শেপার্ড বুস্টারটি মহাকাশ থেকে ফিরে এসে মাটিতে উল্লম্বভাবে অবতরণ করতে পারে বলেও জানানো হয়।
এ যাত্রার বিষয়ে বেজোসের ভাই মার্ক ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, '২০ জুলাই, আমি আমার ভাইয়ের সঙ্গে সেই যাত্রা করব। আমার সেরা বন্ধুর সঙ্গে সবচেয়ে ভালো অ্যাডভেঞ্চার।' তৃতীয় সহযাত্রীও পেয়ে যাওয়ায় এখন শুধু সময়ের অপেক্ষা।
আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে ১০ মিনিট মহাকাশে ভ্রমণের উদ্দেশ্যে ২৮ মিলিয়ন ডলার নিলাম হেঁকেছেন এক বেনামি মহাকাশ পর্যটক। আগামী ২০ জুলাই বেজোসের মহাকাশ নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রথম যাত্রীবাহী মহাকাশযানে একটি আসনের জন্য তিনি এ বিপুল অর্থ খরচ করছেন। বর্তমান মূল্যমানে এ অর্থের পরিমাণ ২৩৭ কোটি ৬৪ লক্ষ ৯৬ হাজার টাকা।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০ জুলাই জেফ বেজোস ও তাঁর ভাই মার্ক মহাকাশ ভ্রমণে যাবেন। এ ভ্রমণে তাঁদের সঙ্গে আরও একজনকে নেওয়ার জন্য নিলামের আয়োজন করে ব্লু অরিজিন। মাসব্যাপী এ নিলামে শুক্রবার পর্যন্ত সর্বাধিক ডাক উঠেছিল ৫ মিলিয়ন ডলার। শনিবার এসে এ পরিমাণ হুটকরে ৫ গুণেরও বেশি হয়ে যায়। ব্লু অরিজিনের এক টুইট পোস্টে জানানো হয়, এ অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশন—@ক্লাবফোর্ড ফিউচারে দান করা হবে।
রহস্যজনকভাবে এত বড় অংকের নিলাম হাঁকা লোকটির পরিচয় এখনও জানা যায়নি। তাইতো ১৪০ দেশের বিডারদের মধ্যে শীর্ষে থাকা এই বিডারকে 'রহস্যজনক দরদাতা' বলে উল্লেখ করেছে বিবিসি। ব্লু অরিজিন এ বিডারকে বিজয়ী ঘোষণা করেছে। আগামী সপ্তাহে তাঁর নাম জানাবে বলেও উল্লেখ করে ব্লু অরিজিন।
ব্লু অরিজিনের ওয়েবসাইট বলছে, ২০ তারিখ মহাকাশযানটি এ তিন যাত্রীকে নিয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) ওপরে উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। এতে এ যানের যাত্রীরা মাইক্রোগ্রাভিটি উপভোগ করতে পারবেন। তাঁর ছয় সিটের ক্যাপসুল প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসবেন। যাত্রাটি প্রায় ১০ মিনিট স্থায়ী হবে বলে তাঁদের প্রত্যাশা। নিউ শেপার্ড বুস্টারটি মহাকাশ থেকে ফিরে এসে মাটিতে উল্লম্বভাবে অবতরণ করতে পারে বলেও জানানো হয়।
এ যাত্রার বিষয়ে বেজোসের ভাই মার্ক ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, '২০ জুলাই, আমি আমার ভাইয়ের সঙ্গে সেই যাত্রা করব। আমার সেরা বন্ধুর সঙ্গে সবচেয়ে ভালো অ্যাডভেঞ্চার।' তৃতীয় সহযাত্রীও পেয়ে যাওয়ায় এখন শুধু সময়ের অপেক্ষা।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
৪২ মিনিট আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১০ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
১০ ঘণ্টা আগে