Ajker Patrika

রাশিয়াকে কেউ হুমকি দেয়নি, তারাই সংকট ডেকে এনেছে: বাইডেন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১১: ১৪
রাশিয়াকে কেউ হুমকি দেয়নি, তারাই সংকট ডেকে এনেছে: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘রাশিয়াকে কেউ হুমকি দেয়নি এবং রাশিয়াই নিজেদের এই সংকটে ডেকে এনেছে।’ স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে জো বাইডেন এ কথা বলেন। একই অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘রাশিয়াকে হুমকি দেওয়ার কারণেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে’—এমন দাবির বিপরীতে বাইডেন এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের বিষয়ে বাইডেন বলেছেন, ‘আমরা আগেই সতর্ক করেছিলাম যে এটি ঘটতে যাচ্ছে এবং আমরা অনেকেই এটি এড়ানোর চেষ্টা করেছিলাম।’

বাইডেন তাঁর ভাষণে বিশ্বনেতার প্রতি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধ আপনাদের বুকের রক্তকে ঠান্ডা করে দেবে। আপনি যে-ই হোন না কেন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যা-ই বিশ্বাস করেন না কেন—এই যুদ্ধ আপনার রক্তকে ঠান্ডা করে তুলবে।’ 

বাইডেন তাঁর ভাষণে আরও বলেন, ‘রাশিয়া বিশ্বের খাদ্যসংকটের জন্য ইউক্রেনে আগ্রাসনে বিশ্বের দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাকে দোষারোপ করার চেষ্টা করছে। এ বিষয়ে দেশটি মিথ্যাচার করছে। সুতরাং আমাকে কিছু বিষয়ে পরিষ্কারভাবে বলতে দিন—আমাদের নিষেধাজ্ঞাগুলো স্পষ্টভাবে রাশিয়াকে খাদ্য ও সার রপ্তানির ক্ষমতা দেয়, স্পষ্ট অনুমতি দেয়। এ ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয়নি।’ 

এদিকে ইউক্রেনে সামরিক অভিযানে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের ঘোষণার পরপরই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, রাশিয়ার মোট সেনার মাত্র ১ শতাংশ, অর্থাৎ প্রায় ৩ লাখ সৈন্য পাঠানো হবে ইউক্রেনে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু স্থানীয় সময় আজ বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে জানান, রিজার্ভে থাকা সৈন্যদের মধ্য থেকে ৩ লাখ সেনো পাঠানো হবে ইউক্রেনে। 

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, এটি রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। পশ্চিমারা রাশিয়াকে দুর্বল ও ধ্বংস দেখতে চায় বলে অভিযোগ করেন তিনি। জবাবের জন্য সব অস্ত্র প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেন পুতিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত