দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল ১৯৪১ সালে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে জাপানের আক্রমণ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ঘটনাটি চিরস্মরণীয় হয়ে থাকবে।
রোববার সিএনএন জানিয়েছে, ৮৩ বছর আগের ওই হামলা থেকে বেঁচে যাওয়া সর্বশেষ জীবিত প্রত্যক্ষদর্শী ওয়ারেন রেড আপটন ১০৫ বছর বয়সে মারা গেছেন। গত ২৫ ডিসেম্বর বড়দিনে মৃত্যু হয় তাঁর।
আপটনের পরিবার এবং ‘পার্ল হারবার সারভাইভারস সন্স অ্যান্ড ডটারস’ নামে একটি সংঘটন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
ওয়ারেন আপটন ছিলেন মার্কিন ‘ইউএসএস ইউটাহ’ যুদ্ধজাহাজের একজন রেডিও অপারেটর। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে এটি আক্রমণের শিকার হয়েছিল। এই আক্রমণের পর ডুবে যায় জাহাজটি এবং জাহাজের ৫৮ জন ক্রু সদস্য মারা যান। তবে আপটন সহ ৪৬১ জন সদস্য বেঁচে যান।
ইউএসএস ইউটাহ জাহাজে প্রথম টর্পেডোটি যখন আঘাত করে, সেই সময়টিতে শেভিং করছিলেন আপটন। পরে আরেকটি টর্পেডো এসে জাহাজটি ডুবিয়ে দেয়। তবে তিনি সহ অনেকেই তখন সাঁতরে উপকূলে পৌঁছাতে সক্ষম হন এবং বেঁচে যান।
আপটন ছিলেন অত্যন্ত নম্র, ধীর এবং শান্তভাবে কথা বলা এক ব্যক্তি। তাঁর পুত্রবধূ ক্যাথলিন ফার্লি বলেন, ‘তিনি কখনো নিজেকে হিরো ভাবতেন না। তিনি বলতেন—পার্ল হারবারের সারভাইভারেরা হিরো মনে হলেও, আসল হিরো হচ্ছেন সেই সব মানুষ, যারা বাড়ি ফিরতে পারেনি।’
পার্ল হারবারের আক্রমণ যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ ছিল। ঘটনার পরদিনই জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
মাত্র ২২ বছর বয়সে পার্ল হারবার থেকে বেঁচে ফেরা আপটন পরবর্তীতে কোরীয় যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তাঁর জীবন ছিল এক যুদ্ধের ইতিহাস, যা তাঁকে উজ্জ্বল এক ব্যক্তিত্বে পরিণত করেছে।
পার্ল হারবারের ঘটনাটি ছাড়াও জীবনের পরবর্তী সময়ে অনেক দুঃখ সহ্য করেছেন আপটন। বিশেষ করে, ২০১৮ সালে স্ত্রী ভ্যালেরিয়া জেন পার্কার মারা যাওয়ার পর।
পুত্রবধূ ফার্লি জানান, স্ত্রীর মৃত্যুর পর প্রতিদিনই তাঁকে স্মরণ করে শোক প্রকাশ করতেন আপটন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁকে স্ত্রীর পাশেই সমাধিস্থ করা হবে। পাঁচ সন্তান এবং নাতি-নাতনিদের রেখে গেছেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল ১৯৪১ সালে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে জাপানের আক্রমণ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ঘটনাটি চিরস্মরণীয় হয়ে থাকবে।
রোববার সিএনএন জানিয়েছে, ৮৩ বছর আগের ওই হামলা থেকে বেঁচে যাওয়া সর্বশেষ জীবিত প্রত্যক্ষদর্শী ওয়ারেন রেড আপটন ১০৫ বছর বয়সে মারা গেছেন। গত ২৫ ডিসেম্বর বড়দিনে মৃত্যু হয় তাঁর।
আপটনের পরিবার এবং ‘পার্ল হারবার সারভাইভারস সন্স অ্যান্ড ডটারস’ নামে একটি সংঘটন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
ওয়ারেন আপটন ছিলেন মার্কিন ‘ইউএসএস ইউটাহ’ যুদ্ধজাহাজের একজন রেডিও অপারেটর। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে এটি আক্রমণের শিকার হয়েছিল। এই আক্রমণের পর ডুবে যায় জাহাজটি এবং জাহাজের ৫৮ জন ক্রু সদস্য মারা যান। তবে আপটন সহ ৪৬১ জন সদস্য বেঁচে যান।
ইউএসএস ইউটাহ জাহাজে প্রথম টর্পেডোটি যখন আঘাত করে, সেই সময়টিতে শেভিং করছিলেন আপটন। পরে আরেকটি টর্পেডো এসে জাহাজটি ডুবিয়ে দেয়। তবে তিনি সহ অনেকেই তখন সাঁতরে উপকূলে পৌঁছাতে সক্ষম হন এবং বেঁচে যান।
আপটন ছিলেন অত্যন্ত নম্র, ধীর এবং শান্তভাবে কথা বলা এক ব্যক্তি। তাঁর পুত্রবধূ ক্যাথলিন ফার্লি বলেন, ‘তিনি কখনো নিজেকে হিরো ভাবতেন না। তিনি বলতেন—পার্ল হারবারের সারভাইভারেরা হিরো মনে হলেও, আসল হিরো হচ্ছেন সেই সব মানুষ, যারা বাড়ি ফিরতে পারেনি।’
পার্ল হারবারের আক্রমণ যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ ছিল। ঘটনার পরদিনই জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
মাত্র ২২ বছর বয়সে পার্ল হারবার থেকে বেঁচে ফেরা আপটন পরবর্তীতে কোরীয় যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তাঁর জীবন ছিল এক যুদ্ধের ইতিহাস, যা তাঁকে উজ্জ্বল এক ব্যক্তিত্বে পরিণত করেছে।
পার্ল হারবারের ঘটনাটি ছাড়াও জীবনের পরবর্তী সময়ে অনেক দুঃখ সহ্য করেছেন আপটন। বিশেষ করে, ২০১৮ সালে স্ত্রী ভ্যালেরিয়া জেন পার্কার মারা যাওয়ার পর।
পুত্রবধূ ফার্লি জানান, স্ত্রীর মৃত্যুর পর প্রতিদিনই তাঁকে স্মরণ করে শোক প্রকাশ করতেন আপটন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁকে স্ত্রীর পাশেই সমাধিস্থ করা হবে। পাঁচ সন্তান এবং নাতি-নাতনিদের রেখে গেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে