Ajker Patrika

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দাবি পেদ্রো ক্যাস্তিলোর

আপডেট : ১৬ জুন ২০২১, ১২: ২৮
পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দাবি পেদ্রো ক্যাস্তিলোর

ঢাকা: পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় দাবি করেছেন সমাজতান্ত্রিক প্রার্থী পেদ্রো ক্যাস্তিলো। দীর্ঘ ভোটের গণনা শেষে তাঁর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী কেইকো ফুজিমোরির চেয়ে ৪৪ হাজার ৫৮ ভোট এগিয়ে থাকায় তিনি এ দাবি করেন। তবে নির্বাচনের ফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। 

মঙ্গলবার ক্যাস্তিলো দুই হাত তোলা একটি ছবি আপলোড দিয়ে লিখেছেন ‘একটি নতুন সময় শুরু হয়েছে’। ছবির সঙ্গে বড় ফন্টে লেখা ‘প্রেসিডেন্ট’ এবং তাঁর নির্বাচনী প্রচারণার স্লোগান ‘ধনী দেশে আর কোনো দরিদ্র নয়’। একই সঙ্গে টুইটার প্রোফাইল আপডেট করেছেন পেদ্রো। লিখেছেন ‘পেরু প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইলেক্ট (২০২১-২০২৬)।’ 

 ৫১ বছর বয়সী প্রাক্তন এই শিক্ষকের আকস্মিক উত্থান পেরুর রাজনৈতিক ও ব্যবসায়িক অভিজাতদের হতাশ করেছে। তবে তাঁর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী এ নির্বাচনের ফল এখনো মেনে নিতে পারেননি। 

মঙ্গলবার পেরুর রাজধানী লিমায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে ফুজিমোরি ‘পেরুর গণতন্ত্রকে রক্ষার’ লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ব্যালট বাতিলের দাবিও তাঁর। 

তবে ক্যাস্তিলোর ফ্রি পেরু দল জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে লিমাতে থাকা আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলছেন, নির্বাচন স্বচ্ছ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত