Ajker Patrika

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, নিহত ‌১

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, নিহত ‌১

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি স্কুলে বন্দুক হামলায় একজন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবারের ওই ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।  হামলার পর এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

নক্সভিলে শহরের পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, অস্টিন-ইস্ট ম্যাগনেট হাই স্কুলে  বন্দুক হামলায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এরপরেই স্থানীয় টেলিভিশনে এক বিবৃতিতে জানানো হয় যে, আহত একজনের মৃত্যু হয়েছে।

নক্সভিলে পুলিশ বিভাগ জানিয়েছে, এক ব্যক্তি সম্ভবত অস্ত্র নিয়ে স্কুলটিতে প্রবেশ করেছিল। হামলার খবর জানার পর পরই সেখানে পৌঁছান কর্মকর্তারা।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এক কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ইউটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর নয় বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

নক্সভিলের মেয়র ইন্ডা কিনক্যানোন হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে গেছেন।

মেয়র ইন্ডা বলেন, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। স্কুলের শিক্ষার্থী এবং কর্মীদের রক্ষা করার জন্য তিনি যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডো, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায়, টেক্সাসেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে।  আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।   প্রতিবছর এলোপাতাড়ি গুলিতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত