Ajker Patrika

সত্য নাদেলার ছেলে মারা গেছেন

আপডেট : ০১ মার্চ ২০২২, ১৪: ২৭
সত্য নাদেলার ছেলে মারা গেছেন

মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলার ছেলে জাইন নাদেলা মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর বয়সী জাইন জন্ম থেকেই সেরিব্রাল পালসি রোগে ভুগছিলেন। গতকাল সোমবার তাঁর মৃত্যু হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সত্য নাদেলা নিজেই একটি ই-মেইলের মাধ্যমে তাঁর সহকর্মীদের জানিয়েছেন যে জাইন নাদেলা মারা গেছেন। সত্য নাদেলা তাঁর পুত্রের জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন সহকর্মীদের।

২০১৪ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর থেকে সত্য নাদেলা তাঁর প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীদের ব্যবহারোপযোগী পণ্য ডিজাইন করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি জাইনের কাছ থেকে এ ব্যাপারে অনেক কিছু শিখেছেন বলে উল্লেখ করেছেন।

সিয়াটল চিলড্রেন'স সেন্টার ফর ইন্টিগ্রেটিভ ব্রেন রিসার্চে ছেলের নামে ‘জাইন নাদেলা এনডাউড চেয়ার’ প্রতিষ্ঠা করেছেন সত্য নাদেলা। গত বছর সেখানে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের চিলড্রেনস হসপিটাল। এই হাসপাতালেই বেশির ভাগ সময় চিকিৎসা গ্রহণ করেছেন জাইন নাদেলা।

চিলড্রেনস হসপিটালের প্রধান নির্বাহী জেফ স্পেরিং তার বোর্ডের কাছে একটি বার্তায় লিখেছেন, অসাধারণ সংগীত প্রতিভা আর প্রাণখোলা হাসির জন্য জাইন চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি তাঁর পরিবার ও সবার জন্য যে অপরিমেয় আনন্দ দিয়েছেন তার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত