অনলাইন ডেস্ক
ভারতের সঙ্গে উত্তেজনা চরমে ওঠায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবনঝুঁকি বেড়েছে বলে দাবি করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটি জানিয়েছে, ভারতের সম্ভাব্য ড্রোন হামলার লক্ষ্য হতে পারেন ইমরান খান। তাই তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে দলটি ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।
৭২ বছর বয়সী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রায় দুই বছর ধরে বন্দী আছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ থাকলেও তিনি সবগুলো অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে অভিহিত করেছেন।
পিটিআই মুখপাত্র ও খানের ঘনিষ্ঠ সহচর জুলফিকার বুখারি জানিয়েছেন, ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধের প্রেক্ষাপটে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে নিরাপদ স্থানে রাখা প্রয়োজন। তিনি বলেছেন, জাতি যখন সংকটে আছে, তখন ঐক্যের প্রতীককে সামনে থাকা দরকার।
ভারত ইতিমধ্যে ৭০-৮০টি ড্রোন পাকিস্তানে পাঠিয়েছে দাবি করে বুখারি বলেন, ‘উড়ন্ত এসব বস্তু কারাগারে থাকা ইমরান খানের জন্য বিপজ্জনক। আমরা তাঁর নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
পিটিআইয়ের আবেদনে বলা হয়েছে—ভারতের উসকানিমূলক আগ্রাসন ও একাধিক ড্রোন হামলার প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে। আর এই পরিস্থিতিতে ইমরান খানের মুক্তি জরুরি।
ইমরান খানের শাসনামলে ভারত-বিরোধী অবস্থান, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে তাঁর কণ্ঠস্বর, তাঁর জীবনকে এখন ঝুঁকিতে ফেলতে পারে বলেও দলটির শঙ্কা। ২০১৯ সালে ভারতের পুলওয়ামা হামলার পর প্রতিশোধমূলকভাবে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলা এবং দুই দেশের মধ্যে এয়ার-ডগ-ফাইটের সময়ও দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল।
কাশ্মীর নিয়ে দুই দেশের তিনটি যুদ্ধের ইতিহাস, সীমান্তে গুলিবিনিময় ও পারস্পরিক অবিশ্বাসের আবহে ইমরান খানের মতো একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদে রাখা জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকেরাও।
ভারতের সঙ্গে উত্তেজনা চরমে ওঠায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবনঝুঁকি বেড়েছে বলে দাবি করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটি জানিয়েছে, ভারতের সম্ভাব্য ড্রোন হামলার লক্ষ্য হতে পারেন ইমরান খান। তাই তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে দলটি ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।
৭২ বছর বয়সী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রায় দুই বছর ধরে বন্দী আছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ থাকলেও তিনি সবগুলো অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে অভিহিত করেছেন।
পিটিআই মুখপাত্র ও খানের ঘনিষ্ঠ সহচর জুলফিকার বুখারি জানিয়েছেন, ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধের প্রেক্ষাপটে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে নিরাপদ স্থানে রাখা প্রয়োজন। তিনি বলেছেন, জাতি যখন সংকটে আছে, তখন ঐক্যের প্রতীককে সামনে থাকা দরকার।
ভারত ইতিমধ্যে ৭০-৮০টি ড্রোন পাকিস্তানে পাঠিয়েছে দাবি করে বুখারি বলেন, ‘উড়ন্ত এসব বস্তু কারাগারে থাকা ইমরান খানের জন্য বিপজ্জনক। আমরা তাঁর নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
পিটিআইয়ের আবেদনে বলা হয়েছে—ভারতের উসকানিমূলক আগ্রাসন ও একাধিক ড্রোন হামলার প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে। আর এই পরিস্থিতিতে ইমরান খানের মুক্তি জরুরি।
ইমরান খানের শাসনামলে ভারত-বিরোধী অবস্থান, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে তাঁর কণ্ঠস্বর, তাঁর জীবনকে এখন ঝুঁকিতে ফেলতে পারে বলেও দলটির শঙ্কা। ২০১৯ সালে ভারতের পুলওয়ামা হামলার পর প্রতিশোধমূলকভাবে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলা এবং দুই দেশের মধ্যে এয়ার-ডগ-ফাইটের সময়ও দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল।
কাশ্মীর নিয়ে দুই দেশের তিনটি যুদ্ধের ইতিহাস, সীমান্তে গুলিবিনিময় ও পারস্পরিক অবিশ্বাসের আবহে ইমরান খানের মতো একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদে রাখা জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকেরাও।
ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে গাজা উপত্যকার গাজা সিটি দখলের পরিকল্পনা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস আজ শুক্রবার প্রথম এ খবর প্রকাশ করে। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভায় এ প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ ইস্যুতে এখনো প্রকাশ্যে কিছু
৬ মিনিট আগেসম্প্রতি ইরানের এক শীর্ষ কট্টরপন্থী রাজনীতিক মোহাম্মদ-হোসেইন সাফফার-হারান্দি দাবি করেছেন, রাশিয়া আগেই ইসরায়েলের কাছ থেকে জানতে পেরেছিল যে, তারা ইরান সরকারের পতনের পরিকল্পনা করছে। তাঁর এই মন্তব্যে ইরানে রাশিয়ার ভূমিকাকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি, আগের মতো আর গান গাইছে না। এই নীরবতা বিজ্ঞানীদের উদ্বিগ্ন করে তুলেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে সমুদ্রের তলদেশে বসানো একটি হাইড্রোফোনে (ধ্বনি সংগ্রাহক যন্ত্র) ছয় বছরেরও বেশি সময় ধরে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নীল তিমির গানের পরিমাণ উল্লেখযোগ্যভা
১০ ঘণ্টা আগেইন্টেলের নতুন প্রধান নির্বাহী (সিইও) লিপ-বু তানের পদত্যাগ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তানকে ‘চরম বিরোধপূর্ণ’ একজন ব্যক্তি বলে অভিহিত করেছেন। চিনের বিভিন্ন কোম্পানির সঙ্গে তানের সম্পর্কের কারণে ইন্টেলের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প।
১০ ঘণ্টা আগে