পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া-সুন্নি সাম্প্রদায়িক সংঘাতের জেরে গত দুই দিনে আরও ১৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় খুররাম জেলার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
পাকিস্তান একটি সুন্নি-সংখ্যাগরিষ্ঠ দেশ, তবে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় শিয়া সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি। এই দুই সম্প্রদায়ের মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে। সাম্প্রতিক সংঘর্ষে এই অঞ্চলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১২৪-এ পৌঁছেছে।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) পুলিশের পাহারায় চলা শিয়া মুসলমানদের দুটি আলাদা কাফেলায় হামলা চালানো হয়। এতে অন্তত ৪০ জনের বেশি নিহত হন। এরপর থেকে আবারও পুরো সংঘর্ষ জেলায় ছড়িয়ে পড়ে।
এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে খুররাম জেলার একজন সরকারি কর্মকর্তা জানান, নিহতের মধ্যে দুইজন সুন্নি ও ১১ জন শিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘সাম্প্রতিক সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শনিবার সকাল পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল।’
তিনি বলেন, ‘শিয়া-সুন্নি দুই পক্ষের মধ্যে প্রচণ্ড অবিশ্বাস। কেউ কাউকে বিশ্বাস করে না। এদের কোনো পক্ষই শত্রুতা বন্ধ করতে সরকার নির্দেশিত আদেশ মানতে প্রস্তুত নয়।’
তিনি আরও বলেন, ‘পুলিশ জানিয়েছে, অনেক মানুষ সহিংসতার কারণে এলাকা ছেড়ে পালাতে চায়। কিন্তু ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের কারণে তাও সম্ভব হচ্ছে না।’
পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা সাম্প্রতিক সংঘর্ষে মৃতের সংখ্যা ১২৪ বলে নিশ্চিত করেছেন। তিনি এএফপিকে জানান, আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ‘প্রাদেশিক সরকার শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, তার কোনোটিই পুরোপুরি কার্যকর হয়নি।’
গত সপ্তাহের শেষের দিকে প্রাদেশিক সরকার সাত দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তবে তা কার্যকর হয়নি। বুধবার (২৭ নভেম্বর) আবারও দশ দিনের যুদ্ধবিরতি চুক্তি করা হয়েছিল, কিন্তু সেটিও সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া-সুন্নি সাম্প্রদায়িক সংঘাতের জেরে গত দুই দিনে আরও ১৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় খুররাম জেলার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
পাকিস্তান একটি সুন্নি-সংখ্যাগরিষ্ঠ দেশ, তবে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় শিয়া সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি। এই দুই সম্প্রদায়ের মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে। সাম্প্রতিক সংঘর্ষে এই অঞ্চলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১২৪-এ পৌঁছেছে।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) পুলিশের পাহারায় চলা শিয়া মুসলমানদের দুটি আলাদা কাফেলায় হামলা চালানো হয়। এতে অন্তত ৪০ জনের বেশি নিহত হন। এরপর থেকে আবারও পুরো সংঘর্ষ জেলায় ছড়িয়ে পড়ে।
এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে খুররাম জেলার একজন সরকারি কর্মকর্তা জানান, নিহতের মধ্যে দুইজন সুন্নি ও ১১ জন শিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘সাম্প্রতিক সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শনিবার সকাল পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল।’
তিনি বলেন, ‘শিয়া-সুন্নি দুই পক্ষের মধ্যে প্রচণ্ড অবিশ্বাস। কেউ কাউকে বিশ্বাস করে না। এদের কোনো পক্ষই শত্রুতা বন্ধ করতে সরকার নির্দেশিত আদেশ মানতে প্রস্তুত নয়।’
তিনি আরও বলেন, ‘পুলিশ জানিয়েছে, অনেক মানুষ সহিংসতার কারণে এলাকা ছেড়ে পালাতে চায়। কিন্তু ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের কারণে তাও সম্ভব হচ্ছে না।’
পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা সাম্প্রতিক সংঘর্ষে মৃতের সংখ্যা ১২৪ বলে নিশ্চিত করেছেন। তিনি এএফপিকে জানান, আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ‘প্রাদেশিক সরকার শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, তার কোনোটিই পুরোপুরি কার্যকর হয়নি।’
গত সপ্তাহের শেষের দিকে প্রাদেশিক সরকার সাত দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তবে তা কার্যকর হয়নি। বুধবার (২৭ নভেম্বর) আবারও দশ দিনের যুদ্ধবিরতি চুক্তি করা হয়েছিল, কিন্তু সেটিও সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে।
ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, আরএসএস প্রতিক্রিয়াশীল, বিভাজন সৃষ্টিকারী, সাম্প্রদায়িক এবং সমাজকে দ্বিখণ্ডিত করে দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করছে। স্বাধীনতা আন্দোলনের সময় আরএসএস কী ভূমিকা রেখেছিল—প্রধানমন্ত্রীকে সেটা জনগণকে ব্যাখ্যা করতে হবে।
১ ঘণ্টা আগে৫০ হাজার ১৭০ কোটি রুপির সম্পদ নিয়ে গত বুধবার হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ প্রথম হন জয়শ্রী। তাঁর পরেই ৪৬ হাজার ৫৮০ কোটি রুপির সম্পদ নিয়ে আছেন রাধা ভেম্বু। ফাল্গুনী নায়ার ৩৯ হাজার ৮১০ কোটি রুপির সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
২ ঘণ্টা আগেতিন দশকেরও বেশি সময় ধরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বাধীনতা আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হিসেবে পরিচিত ইয়াসিন মালিক। তিনি বর্তমানে নয়াদিল্লির তিহার জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। একসময় সশস্ত্র সংগ্রামের প্রতীক ছিলেন, পরে অহিংস প্রতিরোধের পথ বেছে নেন। তবে গত আগস্টের শেষে দিল্লি হাইকোর্টে ৫৯ বছর..
২ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সবগুলো জাহাজ আটক করেছে ইসরায়েল। তবে ওই জাহাজগুলো থেকে আলাদা অবস্থানে থেকে নিজেদের মিশন চালিয়ে যাচ্ছে আরেকটি জাহাজ ‘কনসায়েন্স’। বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম...
৩ ঘণ্টা আগে