Ajker Patrika

আসুন আলোচনার টেবিলে বসি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৪: ৫৩
আসুন আলোচনার টেবিলে বসি

কাশ্মীরসহ আলোচিত সমস্যাগুলোর সমাধানে গুরুত্বের সঙ্গে আন্তরিক আলোচনায় আসতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার বার্তা হলো, আসুন আমরা টেবিলে বসে কাশ্মীরের মতো সমস্যাগুলো সমাধানের জন্য আন্তরিক আলোচনা করি।’ এ সময় তিনি ক্রমাগত ‘প্রকাশ্য মানবাধিকার লঙ্ঘনের’ কথা স্মরণ করিয়ে অধিকৃত অঞ্চল এবং কাশ্মীরের স্বায়ত্তশাসন ২০১৯ প্রত্যাহারের বিষয়ে কথা বলেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের খবরে বলা হয়, গত সোমবার দুবাইভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-অ্যারাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহবাজ এসব কথা বলেন।

এর আগে গত বৃহস্পতিবার দুই দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যান শাহবাজ। 

সফরকালে নরেন্দ্র মোদিকে আলোচনার টেবিলে বসাতে সংযুক্ত ইউএইর সহযোগিতা চেয়েছেন শাহবাজ। এ সময় তিনি আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের কাছে সাহায্য চান। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মোহাম্মদ বিন জায়েদকে অনুরোধ করেছি—তিনি পাকিস্তানের ভাই এবং সংযুক্ত আরব আমিরাত একটি ভ্রাতৃপ্রতিম দেশ। ভারতের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। দুই দেশকে আলোচনার টেবিলে আনতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং আমি কথা দিচ্ছি যে আমরা আন্তরিকতার সঙ্গে কথা বলব।’ 

সংযুক্ত আরব আমিরাতে তাঁর দুই দিনের সফরের সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত ১২ জানুয়ারি আবুধাবিতে আল-নাহিয়ানের সঙ্গে দেখা করেন। গত এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর থেকে শাহবাজের সংযুক্ত আরব আমিরাতে এটি তৃতীয় সফর। এই সফরে তিনি দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়েছেন।

ভারতের সঙ্গে তিনটি যুদ্ধের কথা স্মরণ করে শাহবাজ শরিফ বলেন, ‘আমাদের শিক্ষা হয়েছে। আমরা শান্তিতে থাকতে চাই।’ 

সংযুক্ত আরব আমিরাত সফরের সময় কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে যেকোনো আলোচনার ওপর শাহবাজ শরিফের জোর দেওয়া সত্ত্বেও কাশ্মীর শব্দটি দুই দিনের সরকারি সফর শেষে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে স্পষ্টভাবে অনুপস্থিত ছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত