Ajker Patrika

এই ভুলের খেসারত ভারতকে দিতেই হবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৭ মে ২০২৫, ২৩: ৪৩
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ভারতকে তার ‘ভুলের খেসারত’ দিতেই হবে। তিনি আরও বলেন, তাঁর সামরিক বাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে নতজানু করেছে। আজ বুধবার (৭ মে) চলমান উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘পাকিস্তান সামরিক বাহিনী এর উপযুক্ত জবাব দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তারা শত্রুকে নতজানু করেছে।’

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর দয়ায় আমাদের জেটগুলো আকাশে এমন প্রতিরোধ গড়েছে যে শত্রুরা আর্তনাদ করে পালিয়েছে। যে পাঁচটি যুদ্ধবিমান নিয়ে ভারতের এত গর্ব ছিল, এখন কেবল সেগুলোর ছাই ও ধ্বংসাবশেষ।’

ভাষণে শাহবাজ শরিফ ভারতের এই হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেছেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, পাকিস্তান তাদের হামলার ‘সমুচিত জবাব’ দিচ্ছে এবং যেকোনো মুহূর্তে ভারতীয় আগ্রাসনের জন্য ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ভুলের জন্য ভারতকে খেসারত দিতেই হবে।’

তিনি আরও বলেন, ‘হয়তো তারা ভেবেছিল, আমরা পিছিয়ে যাব, কিন্তু তারা ভুলে গেছে যে আমরা বীরের জাতি। গত রাতে তারা যে রক্ত ঝরিয়েছে, তার প্রতিটি ফোঁটার মূল্য দিতে হবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের হামলাকে কার্যকরভাবে মোকাবিলা করেছে। এর জন্য তিনি সশস্ত্র বাহিনী এবং জাতির মনোবলের প্রশংসা করেন।

শাহবাজ শরিফ পাকিস্তানের পূর্বঘোষিত নীতি পুনর্ব্যক্ত করে বলেন, পাকিস্তান যুদ্ধ শুরু করবে না, তবে ভারতীয় হামলার ক্ষেত্রে কেবল জবাব দেবে। তিনি আরও বলেন, কূটনৈতিক পর্যায়েও চেষ্টা চলছে এবং পাকিস্তান ইতিমধ্যে ৪০টির বেশি দেশকে তাদের অবস্থান সম্পর্কে অভিহিত করেছে।

ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সেনাবাহিনী এবং আমাদের জনগণ, আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকব। আমরা অবশ্যই তাদের (ভারতের) বিরুদ্ধে রুখে দাঁড়াব এবং জিতব।’

তিনি দেশের জনগণের সাহসিকতার কথা উল্লেখ করে বলেন, ‘যেহেতু আমরা সবাই সত্যের জন্য লড়ছি, আশা করি আল্লাহ সব সময় আমাদের সঙ্গে থাকবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ