অনলাইন ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ভারতকে তার ‘ভুলের খেসারত’ দিতেই হবে। তিনি আরও বলেন, তাঁর সামরিক বাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে নতজানু করেছে। আজ বুধবার (৭ মে) চলমান উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘পাকিস্তান সামরিক বাহিনী এর উপযুক্ত জবাব দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তারা শত্রুকে নতজানু করেছে।’
তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর দয়ায় আমাদের জেটগুলো আকাশে এমন প্রতিরোধ গড়েছে যে শত্রুরা আর্তনাদ করে পালিয়েছে। যে পাঁচটি যুদ্ধবিমান নিয়ে ভারতের এত গর্ব ছিল, এখন কেবল সেগুলোর ছাই ও ধ্বংসাবশেষ।’
ভাষণে শাহবাজ শরিফ ভারতের এই হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেছেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, পাকিস্তান তাদের হামলার ‘সমুচিত জবাব’ দিচ্ছে এবং যেকোনো মুহূর্তে ভারতীয় আগ্রাসনের জন্য ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই ভুলের জন্য ভারতকে খেসারত দিতেই হবে।’
তিনি আরও বলেন, ‘হয়তো তারা ভেবেছিল, আমরা পিছিয়ে যাব, কিন্তু তারা ভুলে গেছে যে আমরা বীরের জাতি। গত রাতে তারা যে রক্ত ঝরিয়েছে, তার প্রতিটি ফোঁটার মূল্য দিতে হবে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের হামলাকে কার্যকরভাবে মোকাবিলা করেছে। এর জন্য তিনি সশস্ত্র বাহিনী এবং জাতির মনোবলের প্রশংসা করেন।
শাহবাজ শরিফ পাকিস্তানের পূর্বঘোষিত নীতি পুনর্ব্যক্ত করে বলেন, পাকিস্তান যুদ্ধ শুরু করবে না, তবে ভারতীয় হামলার ক্ষেত্রে কেবল জবাব দেবে। তিনি আরও বলেন, কূটনৈতিক পর্যায়েও চেষ্টা চলছে এবং পাকিস্তান ইতিমধ্যে ৪০টির বেশি দেশকে তাদের অবস্থান সম্পর্কে অভিহিত করেছে।
ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সেনাবাহিনী এবং আমাদের জনগণ, আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকব। আমরা অবশ্যই তাদের (ভারতের) বিরুদ্ধে রুখে দাঁড়াব এবং জিতব।’
তিনি দেশের জনগণের সাহসিকতার কথা উল্লেখ করে বলেন, ‘যেহেতু আমরা সবাই সত্যের জন্য লড়ছি, আশা করি আল্লাহ সব সময় আমাদের সঙ্গে থাকবেন।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ভারতকে তার ‘ভুলের খেসারত’ দিতেই হবে। তিনি আরও বলেন, তাঁর সামরিক বাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে নতজানু করেছে। আজ বুধবার (৭ মে) চলমান উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘পাকিস্তান সামরিক বাহিনী এর উপযুক্ত জবাব দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তারা শত্রুকে নতজানু করেছে।’
তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর দয়ায় আমাদের জেটগুলো আকাশে এমন প্রতিরোধ গড়েছে যে শত্রুরা আর্তনাদ করে পালিয়েছে। যে পাঁচটি যুদ্ধবিমান নিয়ে ভারতের এত গর্ব ছিল, এখন কেবল সেগুলোর ছাই ও ধ্বংসাবশেষ।’
ভাষণে শাহবাজ শরিফ ভারতের এই হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেছেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, পাকিস্তান তাদের হামলার ‘সমুচিত জবাব’ দিচ্ছে এবং যেকোনো মুহূর্তে ভারতীয় আগ্রাসনের জন্য ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই ভুলের জন্য ভারতকে খেসারত দিতেই হবে।’
তিনি আরও বলেন, ‘হয়তো তারা ভেবেছিল, আমরা পিছিয়ে যাব, কিন্তু তারা ভুলে গেছে যে আমরা বীরের জাতি। গত রাতে তারা যে রক্ত ঝরিয়েছে, তার প্রতিটি ফোঁটার মূল্য দিতে হবে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের হামলাকে কার্যকরভাবে মোকাবিলা করেছে। এর জন্য তিনি সশস্ত্র বাহিনী এবং জাতির মনোবলের প্রশংসা করেন।
শাহবাজ শরিফ পাকিস্তানের পূর্বঘোষিত নীতি পুনর্ব্যক্ত করে বলেন, পাকিস্তান যুদ্ধ শুরু করবে না, তবে ভারতীয় হামলার ক্ষেত্রে কেবল জবাব দেবে। তিনি আরও বলেন, কূটনৈতিক পর্যায়েও চেষ্টা চলছে এবং পাকিস্তান ইতিমধ্যে ৪০টির বেশি দেশকে তাদের অবস্থান সম্পর্কে অভিহিত করেছে।
ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সেনাবাহিনী এবং আমাদের জনগণ, আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকব। আমরা অবশ্যই তাদের (ভারতের) বিরুদ্ধে রুখে দাঁড়াব এবং জিতব।’
তিনি দেশের জনগণের সাহসিকতার কথা উল্লেখ করে বলেন, ‘যেহেতু আমরা সবাই সত্যের জন্য লড়ছি, আশা করি আল্লাহ সব সময় আমাদের সঙ্গে থাকবেন।’
এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের...
৭ ঘণ্টা আগেইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন এক বিন্দু পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার ভোরে তিনি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। এক ইঞ্চিও না।
৯ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান আবির। তাঁর স্বামীর সাজা ঘোষণার কয়েক দিন পর এই পোস্ট করেন তিনি। পাকিস্তানে বসবাসরত আবিরের ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী রয়েছে ৫ লাখের বেশি।
১০ ঘণ্টা আগে