পাকিস্তানের আকাশে একটি রহস্যময় বস্তুর দেখা পেয়েছেন দেশটির একজন ব্যবসায়ী। আর্সলান ওয়ারাইচ নামের ব্যবসায়ী বলেন, তিনি তাঁর ড্রোন অবতরণের সময় ইসলামাবাদের ওপর অজ্ঞাত উড়ন্ত বস্তুটি দেখতে পান। এরই মধ্যে ইসলামাবাদে ঘটা ওই ঘটনার ১৩ মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ওয়ারাইচ দুই ঘণ্টা ত্রিভুজ আকারের ইউএফওটিকে পর্যবেক্ষণ করেছেন। ৩৩ বছর বয়সী ওই ব্যবসায়ী বিভিন্নভাবে ইউএফওর ছবি তোলেন।
এ নিয়ে আর্সলান ওয়ারাইচ বলেন, আমি ১২ মিনিটেরও বেশি সময় ধরে এটির ভিডিও করেছি। কয়েক ডজন ছবি তুলেছি এবং দুই ঘণ্টা ধরে এটি পর্যবেক্ষণ করেছি।
রহস্যময় বস্তুর ব্যাখ্যা দিতে গিয়ে ওয়ারাইচ বলেন, ‘খালি চোখে এটি একটি কালো বৃত্তাকার পাথরের মতো মনে হয়েছিল। কিন্তু আমি জুম ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এটি একটি ত্রিভুজ আকারের বস্তু।’
ভিডিওটি এরই মধ্যে ইউটিউবে হাজার হাজার ভিউ পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে আর্সলান ওয়ারাইচ বলেন, ‘আমি জানি না এটা কী ছিল। তবে এটি পাখি ছিল না। আমি নিজে ড্রোন ওড়াই, তাই আমি জানি এটি বাণিজ্যিক ড্রোনও ছিল না।’
ইউএফও অব ইন্টারেস্ট নামে একটি টুইটার পেজ ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানে দেখা ওই রহস্যময় বস্তু একটি ঘুড়ি ছিল।
একটি ইউএফও ও এলিয়েন তত্ত্ব নিয়ে ইন্টারনেটে আলোড়ন সৃষ্টির ঘটনা এটি প্রথম নয়। গত বছর একাধিক ব্যক্তি হাওয়াইজুড়ে একটি রহস্যময় নীল ইউএফও দেখার কথা জানিয়েছেন।
পাকিস্তানের আকাশে একটি রহস্যময় বস্তুর দেখা পেয়েছেন দেশটির একজন ব্যবসায়ী। আর্সলান ওয়ারাইচ নামের ব্যবসায়ী বলেন, তিনি তাঁর ড্রোন অবতরণের সময় ইসলামাবাদের ওপর অজ্ঞাত উড়ন্ত বস্তুটি দেখতে পান। এরই মধ্যে ইসলামাবাদে ঘটা ওই ঘটনার ১৩ মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ওয়ারাইচ দুই ঘণ্টা ত্রিভুজ আকারের ইউএফওটিকে পর্যবেক্ষণ করেছেন। ৩৩ বছর বয়সী ওই ব্যবসায়ী বিভিন্নভাবে ইউএফওর ছবি তোলেন।
এ নিয়ে আর্সলান ওয়ারাইচ বলেন, আমি ১২ মিনিটেরও বেশি সময় ধরে এটির ভিডিও করেছি। কয়েক ডজন ছবি তুলেছি এবং দুই ঘণ্টা ধরে এটি পর্যবেক্ষণ করেছি।
রহস্যময় বস্তুর ব্যাখ্যা দিতে গিয়ে ওয়ারাইচ বলেন, ‘খালি চোখে এটি একটি কালো বৃত্তাকার পাথরের মতো মনে হয়েছিল। কিন্তু আমি জুম ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এটি একটি ত্রিভুজ আকারের বস্তু।’
ভিডিওটি এরই মধ্যে ইউটিউবে হাজার হাজার ভিউ পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে আর্সলান ওয়ারাইচ বলেন, ‘আমি জানি না এটা কী ছিল। তবে এটি পাখি ছিল না। আমি নিজে ড্রোন ওড়াই, তাই আমি জানি এটি বাণিজ্যিক ড্রোনও ছিল না।’
ইউএফও অব ইন্টারেস্ট নামে একটি টুইটার পেজ ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানে দেখা ওই রহস্যময় বস্তু একটি ঘুড়ি ছিল।
একটি ইউএফও ও এলিয়েন তত্ত্ব নিয়ে ইন্টারনেটে আলোড়ন সৃষ্টির ঘটনা এটি প্রথম নয়। গত বছর একাধিক ব্যক্তি হাওয়াইজুড়ে একটি রহস্যময় নীল ইউএফও দেখার কথা জানিয়েছেন।
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
১৮ মিনিট আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
১ ঘণ্টা আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
২ ঘণ্টা আগে