Ajker Patrika

ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় নারী সাংবাদিক নিহত 

ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় নারী সাংবাদিক নিহত 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। ইমরানের লং মার্চের খবর সংগ্রহ করতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম (৪০)। তিনি দেশটির চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, সাদাফ সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য নিতে তাঁকে বহনকারী ট্রাকে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় গাড়িটির ধাক্কায় মৃত্যু হয় তাঁর।

কয়েক দিন আগে আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ লং মার্চের ডাক দেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরানের নেতৃত্বে শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত সমর্থকদের নিয়ে মিছিল বের করা হয়। তবে দুর্ঘটনার পর লং মার্চ সাময়িক স্থগিত রাখা হয়। ইমরান খান এক টুইট বার্তায় বলেছেন, লং মার্চ চলাকালে দুর্ঘটনায় সাংবাদিক সাদাফ নাঈমের মৃত্যুর ঘটনা বেদনাদায়ক।

এদিকে সোমবার চতুর্থ দিনের মতো লংমার্চ শুরু করছে পিটিআইয়ের নেতা কর্মীরা। আগামী ৪ নভেম্বর ইসলামাবাদে পৌঁছানোর পরিকল্পনা করছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত