পাকিস্তানে বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চায় দেশটির ক্ষমতাসীন জোট সরকার। বিষয়টি নিয়ে জোটভুক্ত দলগুলোকে রাজি করিয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। একই সঙ্গে দলটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে জোট সরকারের অর্থমন্ত্রী ইসহাক দারের নামও প্রস্তাব করেছে। সরকারের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আজ বুধবার নির্বাচনী সংস্কার বিষয়ক পার্লামেন্টারি কমিটির বৈঠকের পরপরই এই বিষয়টি সামনে এল। বৈঠকে পিএমএল-এন এর এমপি সর্দার আয়াজ সাদিকের সভাপতিত্ব করেন। তাঁরা তত্ত্বাবধায়ক সরকারের মূলভিত্তি পাকিস্তানের সংবিধানের ২৩০ অনুচ্ছেদের পর্যালোচনা করেন।
সূত্রটি জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায়ন সংক্রান্ত প্রস্তাবিত বিলে বলা হয়েছে—সরকারকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হবে। এ বিষয়ে জোটের অন্যান্য দলগুলো বিরোধিতা করে। এর পরিপ্রেক্ষিতে পিএমএল-এন প্রস্তাবে কিছু পরিবর্তন আনার ঘোষণা দেয়।
সূত্রের দেওয়া তথ্যানুসারে, সংশোধিত প্রস্তাব অনুসারে—তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র দ্বিপক্ষীয় দাতা গোষ্ঠী এবং বহুপক্ষীয় প্রতিষ্ঠানের সঙ্গে দেনদরবার করতে পারবে। তবে তারা কোনো ধরনের নতুন চুক্তি করতে পারবে না। তবে আগের সরকারের শুরু করে যাওয়া চলমান যেকোনো প্রকল্পে চাইলে হস্তক্ষেপ করতে পারবে।
প্রস্তাবিত বিলটির খসড়ার সব কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি। এখন কেবল পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে পেশ করে তা পাস করিয়ে নেওয়া বাকি।
এদিকে, সরকারের এই বিলের কড়া সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা ও সিনেটর আলী জাফর। তিনি বলেন, এই প্রস্তাব মূলত অগ্রহণযোগ্য। তবে কেন অগ্রহণযোগ্য সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি সিনেটকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা যদি এটিকে প্রত্যাখ্যান না করেন তবে সুপ্রিম কোর্ট একে প্রত্যাখ্যান করবে।’
অপরদিকে, পাকিস্তানের পরবর্তী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী ইসহাক দারের নাম প্রস্তাব করেছে। তবে ইসহাক দার নিজেই বিষয়টি নিয়ে নিজেই নিশ্চিত নন। তবে ইমরান খানের দল বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
পাকিস্তানে বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চায় দেশটির ক্ষমতাসীন জোট সরকার। বিষয়টি নিয়ে জোটভুক্ত দলগুলোকে রাজি করিয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। একই সঙ্গে দলটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে জোট সরকারের অর্থমন্ত্রী ইসহাক দারের নামও প্রস্তাব করেছে। সরকারের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আজ বুধবার নির্বাচনী সংস্কার বিষয়ক পার্লামেন্টারি কমিটির বৈঠকের পরপরই এই বিষয়টি সামনে এল। বৈঠকে পিএমএল-এন এর এমপি সর্দার আয়াজ সাদিকের সভাপতিত্ব করেন। তাঁরা তত্ত্বাবধায়ক সরকারের মূলভিত্তি পাকিস্তানের সংবিধানের ২৩০ অনুচ্ছেদের পর্যালোচনা করেন।
সূত্রটি জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায়ন সংক্রান্ত প্রস্তাবিত বিলে বলা হয়েছে—সরকারকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হবে। এ বিষয়ে জোটের অন্যান্য দলগুলো বিরোধিতা করে। এর পরিপ্রেক্ষিতে পিএমএল-এন প্রস্তাবে কিছু পরিবর্তন আনার ঘোষণা দেয়।
সূত্রের দেওয়া তথ্যানুসারে, সংশোধিত প্রস্তাব অনুসারে—তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র দ্বিপক্ষীয় দাতা গোষ্ঠী এবং বহুপক্ষীয় প্রতিষ্ঠানের সঙ্গে দেনদরবার করতে পারবে। তবে তারা কোনো ধরনের নতুন চুক্তি করতে পারবে না। তবে আগের সরকারের শুরু করে যাওয়া চলমান যেকোনো প্রকল্পে চাইলে হস্তক্ষেপ করতে পারবে।
প্রস্তাবিত বিলটির খসড়ার সব কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি। এখন কেবল পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে পেশ করে তা পাস করিয়ে নেওয়া বাকি।
এদিকে, সরকারের এই বিলের কড়া সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা ও সিনেটর আলী জাফর। তিনি বলেন, এই প্রস্তাব মূলত অগ্রহণযোগ্য। তবে কেন অগ্রহণযোগ্য সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি সিনেটকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা যদি এটিকে প্রত্যাখ্যান না করেন তবে সুপ্রিম কোর্ট একে প্রত্যাখ্যান করবে।’
অপরদিকে, পাকিস্তানের পরবর্তী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী ইসহাক দারের নাম প্রস্তাব করেছে। তবে ইসহাক দার নিজেই বিষয়টি নিয়ে নিজেই নিশ্চিত নন। তবে ইমরান খানের দল বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের নিশানা করে ১৯ এপ্রিলের কাছাকাছি সময়ে হামলা হতে পারে বলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিয়েছিল।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
১৩ ঘণ্টা আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
১৫ ঘণ্টা আগে