Ajker Patrika

পাকিস্তানে সরকারি কর্মচারীদের বেতন ১৫% বাড়ছে

আপডেট : ১১ জুন ২০২২, ১৪: ১৮
পাকিস্তানে সরকারি কর্মচারীদের বেতন ১৫% বাড়ছে

পাকিস্তান সরকার দেশটির সরকারি কর্মচারীদের বেতন ১৫ শতাংশ বাড়িয়েছে এবং তাঁদের মূল বেতনের সঙ্গে অস্থায়ীভাবে পাওয়া ভাতা একীভূত করার অনুমোদন দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার বাজেট বক্তৃতার সময় এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাজেট নিয়ে বক্তৃতার সময় অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকট চলছে। তবে সরকার সব সময়ই সরকারি কর্মচারীদের সমস্যার ব্যাপারে সচেতন। মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। বিশেষ করে যারা বেতননির্ভর মানুষ, তাদের ওপর।’ 

মিফতা ইসমাইল আরও বলেন, ‘সরকার তার স্বল্প ও আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মচারীদের বাঁচানোর চেষ্টা করছে।’

পাকিস্তানে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা অস্থায়ীভাবে পাওয়া ভাতা (অ্যাডহক ভাতা) একীভূত করার দাবি জানাচ্ছিলেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যাডহক ভাতা একীভূত করার ফলে বাড়িভাড়া, পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা, পেনশন ইত্যাদি বাড়বে। ফলে মূল বেতন বেড়ে যাবে। 

এ ছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জন্য পেনশন তহবিল গঠন করেছে পাকিস্তান সরকার। অর্থমন্ত্রী বলেছেন, ‘পেনশন তহবিলের জন্য ১০ বিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে।’ এক দিন আগে প্রেসিডেন্ট আরিফ আলভি উচ্চ আদালতের বিচারকদের বেতন ও ভাতা ১০ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত