Ajker Patrika

ভারত-পাকিস্তান

সিঁদুরের জবাবের পর যুদ্ধবিরতি

  • পাল্টা জবাবে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান আল-মারসুস’
  • ভারতের তিন ঘাঁটিতে হামলা, পাকিস্তানেও তিন ঘাঁটিতে হামলা
  • যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি: ট্রাম্প
আজকের পত্রিকা ডেস্ক­
যুদ্ধবিরতির ঘোষণায় আনন্দের জোয়ার বয়ে গেছে পাকিস্তানে। উচ্ছ্বসিত মানুষ সড়কে নেমে এসে মিষ্টি বিতরণ করেন। গতকাল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে। ছবি: এএফপি
যুদ্ধবিরতির ঘোষণায় আনন্দের জোয়ার বয়ে গেছে পাকিস্তানে। উচ্ছ্বসিত মানুষ সড়কে নেমে এসে মিষ্টি বিতরণ করেন। গতকাল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে। ছবি: এএফপি

কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাব দিতে ভারত পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে গত মঙ্গলবার দিবাগত রাতে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছিল। তাৎক্ষণিক সে হামলা প্রতিহত করার চেষ্টা করেছিল পাকিস্তান। পাশাপাশি হুংকার দিয়েছিল, ‘যথোপযুক্ত’ জবাব দেবে তারা। সেই জবাব ইসলামাবাদ গত শুক্রবার দিবাগত রাতে দিয়েছে ‘অপারেশন বুনিয়ান আল-মারসুস’। এই নাম আরবি ভাষা থেকে নেওয়া। এর অর্থ ‘দুর্ভেদ্য প্রাচীর’।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার দাবি করেছেন, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এমন সিদ্ধান্তের জন্য তিনি উভয় পক্ষকে অভিনন্দন জানান। ভারত ও পাকিস্তানের তরফ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলা হয়। এর পর থেকেই উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। সন্ত্রাসী হামলার দুই দিন পর দুই দেশের বাহিনীর মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) এপার-ওপার থেকে গুলিবিনিময় শুরু হয়। টানা প্রায় দুই সপ্তাহ এই অবস্থা চলার পর মঙ্গলবার দিবাগত রাতে ভারতীয় বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। ভারত সে সময় দাবি করেছিল, তারা ‘সন্ত্রাসী আস্তানা’ লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। তবে পাকিস্তান দাবি করেছে, ভারতীয় বাহিনী বেসামরিক বাড়িঘর ও মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পাকিস্তান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করে সে সময়। তবে ভারত গতকাল শনিবার পর্যন্ত এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। ভারতের ওই অভিযানের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। রাত নামলেই দুই পক্ষের মধ্যে গোলা বিনিময় চলতে থাকে। একপর্যায়ে এই উত্তেজনা ‘ড্রোন যুদ্ধে’ পরিণত হয়। পাকিস্তানের দাবি, তারা দুই দিনে ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে। আর ভারত দাবি করেছে, তারা লাহোরে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। এই ড্রোন যুদ্ধের মধ্যেও দুই বাহিনীর গোলা বিনিময় অব্যাহত থাকে। কাশ্মীরে ভারতের সামরিক স্থাপনায় পাকিস্তানের গোলা আঘাতও হেনেছে। এ ছাড়া কাশ্মীরের জম্মু ও পাঞ্জাবের পাঠানকোট রাত নামলেই হয়ে উঠছে ভুতুড়ে নগরী। হামলার আশঙ্কায় বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ, স্থানীয়দের বাড়িঘরের আলো নিভিয়ে রাখতে পরামর্শ দিচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। এই অবস্থার মধ্যেই গত শুক্রবার দিবাগত রাতে ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান আল-মারসুস’ পরিচালনার দাবি করল।

বার্তা সংস্থা এএফপি সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলেছে, এবার ভারত ও পাকিস্তান যে সংঘাতে জড়িয়েছে, তা গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ। এরই মধ্যে উভয় পক্ষ মিলিয়ে মোটের ওপর ৬০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত ৩২টি বিমানবন্দর বন্ধ রেখেছে, সীমান্তবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও আজ রোববার স্থানীয় সময় দুপুর (গ্রিনিচ সময় সকাল ৭টা) পর্যন্ত আকাশসীমা বন্ধ রেখেছে।

পাকিস্তানের পাল্টা জবাব

পাকিস্তান গতকাল শনিবার দাবি করেছে, তাদের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে ভারত শুক্রবার দিবাগত রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার ভৌমিকা সিং গতকাল এক ব্রিফিংয়ে বলেছেন, পাকিস্তানের উচ্চগতির কয়েকটি ক্ষেপণাস্ত্র ভারতের কয়েকটি বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। তবে খুব সামান্যই ক্ষতি হয়েছে।

এর আগে পাকিস্তান অভিযোগ করেছে, ভারত তাদের তিনটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব ঘাঁটির একটি রাওয়ালপিন্ডিতে, যা রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কর্তৃপক্ষ বলেছে, ভারতীয় গোলার আঘাতে শুক্রবার দিবাগত রাতে আজাদ কাশ্মীরে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

মধ্যরাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ ভারতকে সতর্ক করে বলেন, ‘এবার আপনারা আমাদের জবাবের অপেক্ষায় থাকুন।’

পরে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জ্যেষ্ঠ কর্মকর্তাদের বলেছেন, ‘আমরা ভারতকে উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরপরাধ নাগরিকদের রক্তের প্রতিশোধ নিয়েছি।’

এএফপি জানায়, গত রাতে গোলাগুলির সময় বার্তা সংস্থাটির প্রতিনিধিরা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিকট বিস্ফোরণের আওয়াজ শুনেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, শ্রীনগরের পাশেই অবস্থিত ভারতীয় বাহিনীর অবন্তীপোরা সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভারতীয় সেনাবাহিনী এক পোস্টে বলেছে, ‘পাকিস্তানের ড্রোন ও অন্যান্য গোলা হামলা আমাদের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে অব্যাহত রয়েছে।’ সেনাবাহিনী দাবি করেছে, পাঞ্জাবের অমৃতসরে সামরিক ঘাঁটির ওপর দিয়ে শত্রুবাহিনীর বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখা গেছে। সেগুলো ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে।

পাকিস্তানের গোলার আঘাতে প্রাণ গেছে স্বজনের। প্রিয়জন হারানোর শোকে আর্তনাদ করছেন পরিবারের সদস্যরা। গতকাল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে। ছবি: এএফপি
পাকিস্তানের গোলার আঘাতে প্রাণ গেছে স্বজনের। প্রিয়জন হারানোর শোকে আর্তনাদ করছেন পরিবারের সদস্যরা। গতকাল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে। ছবি: এএফপি

জম্মু ছাড়ার হিড়িক

এএফপি জানায়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম শহর জম্মুতে পাকিস্তানের হামলায় আতঙ্কিত হয়ে গতকাল শহর ত্যাগের হিড়িক পড়ে। জম্মু থেকে ছাড়া বিশেষ ট্রেনে তিল ধারণের ঠাঁই ছিল না এ দিন। ৪১ বছর বয়সী করণ ভার্মা বলেন, রাতজুড়ে বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। জম্মু ত্যাগ করা ছাড়া কোনো বিকল্প নেই।

ট্রেনে চেপে বসা যাত্রীদের বেশির ভাগই ছিলেন দরিদ্র শ্রমজীবী মানুষ। তাঁদের অনেকেই ভারতের অন্যান্য অংশ থেকে এসে কাশ্মীরে কাজ করছিলেন। পাকিস্তানের হামলায় আতঙ্কিত হয়ে তাঁরা ঘরে ফেরার চেষ্টা করছিলেন।

যুদ্ধবিরতিতে রাজি উভয় পক্ষ

বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতজুড়ে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকরে সম্মত হয়েছে। সাধারণ বোধবুদ্ধি ও অসাধারণ বুদ্ধিমত্তা কাজে লাগানোর জন্য আমি উভয় দেশকে অভিনন্দন জানাচ্ছি।’

সিএনএন জানায়, ট্রাম্পের পোস্টের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে। তিনি লিখেছেন, ‘পাকিস্তান সব সময়ই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ছাড় না দিয়ে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে প্রচেষ্টা চালিয়ে গেছে।

বিবিসি জানায়, ভারতও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী বলেছেন, ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের গোলাগুলি ও সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে একমত হয়েছে। ভারতীয় সময় বিকেল ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এএফপি জানায়, ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেশ কয়েকবার ফোন করে উভয় পক্ষকে পরস্পরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে আহ্বান জানান। মার্কো রুবিওর ফোনের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র ট্যামি ব্রুস। তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার প্রথমবারের মতো পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও টেলিফোনে কথা বলেন।

পরে এক্সে এক পোস্টে মার্কো রুবিও লেখেন, ‘প্রজ্ঞা, দূরদর্শিতা ও রাষ্ট্রনায়কোচিত গুণাবলি ব্যবহার করে শান্তির পথ বেছে নেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেহবাজ শরিফের প্রশংসা করছি।’ তিনি জানান, তিনি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিগত ৪৮ ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শেহবাজ শরিফসহ ভারতীয় ও পাকিস্তানি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন।

এদিকে চীন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ও উত্তেজনা কমাতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত