অনলাইন ডেস্ক
পেহেলগাম হামলার পর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ঠিক এই সময়েই আরও একবার নিজেদের সামরিক ক্ষমতার প্রদর্শন করল পাকিস্তান। দেশটি সফলভাবে পরীক্ষা করল ‘ফতেহ’ নামের ১২০ কিমি পাল্লার আরও একটি সারফেস টু সারফেস (ভূমি থেকে ভূমি) ক্ষেপণাস্ত্র। আজ সোমবার সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, চলমান ‘এক্স সিন্ধু’ মহড়ার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম, নির্ভুলতাসহ মূল প্রযুক্তিগত সীমাবদ্ধতা যাচাই করা।
সামরিক বাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাকিস্তানের কৌশলগত সংস্থাগুলোর কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও সেনাবাহিনীর প্রধান অংশগ্রহণকারী সেনাসদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। আইএসপিআর আরও জানিয়েছে, তারা পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রতিহত করার জন্য পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতার ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এক্স হ্যান্ডলে করা একটি পোস্টের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ফতেহ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য বিজ্ঞানী, প্রকৌশলী ও পুরো জাতিকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান, সেনাবাহিনীর প্রধান এবং উৎক্ষেপণের প্রস্তুতির সঙ্গে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের সাফল্য থেকে বোঝা যায়, পাকিস্তানের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী রয়েছে। প্রধানমন্ত্রী পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারত্ব ও জাতীয় প্রতিরক্ষা জন্য তাদের পূর্ণ প্রস্তুতির ওপর সন্তোষ প্রকাশ করেছেন।
এর আগে গত শনিবার পাকিস্তান ৪৫০ কিলোমিটার পাল্লার ‘আবদালি’ নামের একটি সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। গত বছরের মে মাসে দেশটির সেনাবাহিনী ফতেহ-২ গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষা করেছিল, যার পাল্লা ছিল ৪০০ কিলোমিটার। সম্প্রতি যুক্ত করা গাইডেন্স সিস্টেম এই ক্ষেপণাস্ত্রকে আরও নির্ভুল করেছে ও কার্যকারিতা বাড়িয়েছে। আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী এটির ট্র্যাজেক্টরি মোড ও টার্মিনাল গাইডেন্স প্রযুক্তি শত্রুর অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। ভারত এই হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এমন অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
এ ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে। ভারতের প্রধানমন্ত্রীও সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো ধরনের আগ্রাসনের ‘তাৎক্ষণিক জবাব দিতে তারা প্রস্তুত’।
পেহেলগাম হামলার পর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ঠিক এই সময়েই আরও একবার নিজেদের সামরিক ক্ষমতার প্রদর্শন করল পাকিস্তান। দেশটি সফলভাবে পরীক্ষা করল ‘ফতেহ’ নামের ১২০ কিমি পাল্লার আরও একটি সারফেস টু সারফেস (ভূমি থেকে ভূমি) ক্ষেপণাস্ত্র। আজ সোমবার সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, চলমান ‘এক্স সিন্ধু’ মহড়ার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম, নির্ভুলতাসহ মূল প্রযুক্তিগত সীমাবদ্ধতা যাচাই করা।
সামরিক বাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাকিস্তানের কৌশলগত সংস্থাগুলোর কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও সেনাবাহিনীর প্রধান অংশগ্রহণকারী সেনাসদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। আইএসপিআর আরও জানিয়েছে, তারা পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রতিহত করার জন্য পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতার ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এক্স হ্যান্ডলে করা একটি পোস্টের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ফতেহ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য বিজ্ঞানী, প্রকৌশলী ও পুরো জাতিকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান, সেনাবাহিনীর প্রধান এবং উৎক্ষেপণের প্রস্তুতির সঙ্গে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের সাফল্য থেকে বোঝা যায়, পাকিস্তানের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী রয়েছে। প্রধানমন্ত্রী পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারত্ব ও জাতীয় প্রতিরক্ষা জন্য তাদের পূর্ণ প্রস্তুতির ওপর সন্তোষ প্রকাশ করেছেন।
এর আগে গত শনিবার পাকিস্তান ৪৫০ কিলোমিটার পাল্লার ‘আবদালি’ নামের একটি সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। গত বছরের মে মাসে দেশটির সেনাবাহিনী ফতেহ-২ গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষা করেছিল, যার পাল্লা ছিল ৪০০ কিলোমিটার। সম্প্রতি যুক্ত করা গাইডেন্স সিস্টেম এই ক্ষেপণাস্ত্রকে আরও নির্ভুল করেছে ও কার্যকারিতা বাড়িয়েছে। আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী এটির ট্র্যাজেক্টরি মোড ও টার্মিনাল গাইডেন্স প্রযুক্তি শত্রুর অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। ভারত এই হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এমন অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
এ ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে। ভারতের প্রধানমন্ত্রীও সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো ধরনের আগ্রাসনের ‘তাৎক্ষণিক জবাব দিতে তারা প্রস্তুত’।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজ ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা (৩২ লাখ টাকার বেশি) এবং সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
৪৩ মিনিট আগেবিশ্ববিখ্যাত মার্কিন পর্বতারোহী আলেক্সান্ডার প্যাঙ্কো নেপালের মাকালু পর্বত জয়ের পথে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। রোববার গভীর রাতে ক্যাম্প-২-তে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেগাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করতে ও পুরো গাজা দখলের পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে আজ সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নতুন পরিকল্পনায় গাজার ২১ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছ
২ ঘণ্টা আগেযুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণের অংশ হিসেবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোকে ক্রেমলিনে পুতিনের ব্যক্তিগত বাসভবনে ঢুকতে দেওয়া হয়েছিল। সেখানে তাঁর সাধারণ মানের রান্নাঘর এবং অতিথিদের জন্য পরিবেশন করা কেফির ও জ্যামের দৃশ্য তুলে ধরা হয়।
২ ঘণ্টা আগে