বড় বিপদ থেকে বেঁচে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। বর্তমানে রয়েছেন শঙ্কামুক্ত। ইমরান খান প্রাণে বেঁচে যাওয়ায় তাঁর প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ইমরানকে বাঁচাতে এগিয়ে আসা যুবকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আজ শুক্রবার টুইটারে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ লেখেন, আমাদের সন্তানদের পক্ষ থেকে ওই সাহসী যুবককে ধন্যবাদ জানাই, যিনি ভিড়ের মাঝে অস্ত্রধারীদের সামনে থেকে ইমরানকে বাঁচিয়েছেন।
এর আগে লাহোরের শওকত খানম হাসপাতালের বাইরে ডা. ফায়সাল সুলতান সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে শঙ্কামুক্ত আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। এক্স-রে এবং স্ক্যানে দেখা গেছে, ইমরানের গুলিবিদ্ধ পায়ে বুলেটের টুকরা রয়ে গেছে। বুলেটের টুকরা বের করার জন্য তাঁকে অপারেশনের থিয়েটারে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইমরান খানের ওপর সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী রওফ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় আরেকজন হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।’ তবে, মূল হামলাকারী কে সে বিষয়ে রওফ কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।
প্রসঙ্গত, জেমিমা গোল্ডস্মিথ হলেন ইমরান খানের প্রথম স্ত্রী। ১৯৯৫ সালে যুক্তরাজ্যের নাগরিক জেমিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান খান। পরে অবশ্য ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। জেমিমা গোল্ডস্মিথ বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করেন।
আরও পড়ুন:
বড় বিপদ থেকে বেঁচে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। বর্তমানে রয়েছেন শঙ্কামুক্ত। ইমরান খান প্রাণে বেঁচে যাওয়ায় তাঁর প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ইমরানকে বাঁচাতে এগিয়ে আসা যুবকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আজ শুক্রবার টুইটারে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ লেখেন, আমাদের সন্তানদের পক্ষ থেকে ওই সাহসী যুবককে ধন্যবাদ জানাই, যিনি ভিড়ের মাঝে অস্ত্রধারীদের সামনে থেকে ইমরানকে বাঁচিয়েছেন।
এর আগে লাহোরের শওকত খানম হাসপাতালের বাইরে ডা. ফায়সাল সুলতান সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে শঙ্কামুক্ত আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। এক্স-রে এবং স্ক্যানে দেখা গেছে, ইমরানের গুলিবিদ্ধ পায়ে বুলেটের টুকরা রয়ে গেছে। বুলেটের টুকরা বের করার জন্য তাঁকে অপারেশনের থিয়েটারে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইমরান খানের ওপর সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী রওফ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় আরেকজন হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।’ তবে, মূল হামলাকারী কে সে বিষয়ে রওফ কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।
প্রসঙ্গত, জেমিমা গোল্ডস্মিথ হলেন ইমরান খানের প্রথম স্ত্রী। ১৯৯৫ সালে যুক্তরাজ্যের নাগরিক জেমিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান খান। পরে অবশ্য ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। জেমিমা গোল্ডস্মিথ বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করেন।
আরও পড়ুন:
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৩ ঘণ্টা আগেগত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
৬ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
৬ ঘণ্টা আগেতানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
৭ ঘণ্টা আগে