কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলায় জামিন পাওয়ার একদিন পর আজ বৃহস্পতিবার কারাগার থেকে ছাড়া পান তিনি। এর আগে গত ৯ মাস কারাগারে ছিলেন বুশরা।
পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, বুশরা বিবির মুক্তি কারাগারে থাকা ইমরান খান ও তাঁর পরিবারের জন্য একটি বড় আইনি স্বস্তি। গত বছরের আগস্টে ইমরান খানকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে চলতি বছরের জানুয়ারি মাসে কারাগারে পাঠানো হয় বুশরা বিবিকেও। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে বুশরাকে মুক্তি দেওয়া হলেও একই কারাগারে এখনো বন্দী রয়েছেন ইমরান খান।
স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেখা গেছে, বুশরা বিবিকে দুটি সাদা এসইউভিতে করে জেল থেকে নিয়ে আসার সময় ইমরান খানের কিছু সমর্থক তাঁর গাড়ির ওপর গোলাপের পাপড়ি নিক্ষেপ করছেন।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বুশরা বিবিকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দিয়েছে। এতে লেখা হয়েছে, ‘বুশরা বিবিকে স্বাগত জানাই! জেলে থাকাকালীন আপনি অত্যন্ত কঠিন সময়, ঘৃণ্য প্রচারণা এবং চরিত্র হনন প্রচেষ্টার মুখোমুখি হয়েছেন।’
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ সহ আরও কয়েক ডজন মামলার মুখোমুখি হয়েছেন। ২০২২ সালে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছিল। বর্তমানে তাঁর মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে পিটিআই সমর্থকেরা।
ইমরান খানের দল দাবি করে আসছে, গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সর্বশেষ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেলেও তাদের এই জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
সদ্য মুক্তি পাওয়া বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। ২০১৮ সালে ইমরান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ছয় মাস আগে তাঁরা বিয়ে করেছিলেন। স্ত্রীর আধ্যাত্মিকতা নিয়ে প্রায় সময়ই কথা বলেন ইমরান খান। দাবি করেন, বুশরা বিবি ইসলামের একটি রহস্যময় রূপ সুফিবাদ দ্বারা প্রভাবিত। তিনি সাধারণ মানুষের আড়ালে থাকতেই পছন্দ করেন। একটি টেলিভিশন সাক্ষাৎকার ছাড়া পাকিস্তানের কোনো মাধ্যমেই তাঁর উপস্থিতি দেখা যায়নি।
কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলায় জামিন পাওয়ার একদিন পর আজ বৃহস্পতিবার কারাগার থেকে ছাড়া পান তিনি। এর আগে গত ৯ মাস কারাগারে ছিলেন বুশরা।
পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, বুশরা বিবির মুক্তি কারাগারে থাকা ইমরান খান ও তাঁর পরিবারের জন্য একটি বড় আইনি স্বস্তি। গত বছরের আগস্টে ইমরান খানকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে চলতি বছরের জানুয়ারি মাসে কারাগারে পাঠানো হয় বুশরা বিবিকেও। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে বুশরাকে মুক্তি দেওয়া হলেও একই কারাগারে এখনো বন্দী রয়েছেন ইমরান খান।
স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেখা গেছে, বুশরা বিবিকে দুটি সাদা এসইউভিতে করে জেল থেকে নিয়ে আসার সময় ইমরান খানের কিছু সমর্থক তাঁর গাড়ির ওপর গোলাপের পাপড়ি নিক্ষেপ করছেন।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বুশরা বিবিকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দিয়েছে। এতে লেখা হয়েছে, ‘বুশরা বিবিকে স্বাগত জানাই! জেলে থাকাকালীন আপনি অত্যন্ত কঠিন সময়, ঘৃণ্য প্রচারণা এবং চরিত্র হনন প্রচেষ্টার মুখোমুখি হয়েছেন।’
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ সহ আরও কয়েক ডজন মামলার মুখোমুখি হয়েছেন। ২০২২ সালে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছিল। বর্তমানে তাঁর মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে পিটিআই সমর্থকেরা।
ইমরান খানের দল দাবি করে আসছে, গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সর্বশেষ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেলেও তাদের এই জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
সদ্য মুক্তি পাওয়া বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। ২০১৮ সালে ইমরান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ছয় মাস আগে তাঁরা বিয়ে করেছিলেন। স্ত্রীর আধ্যাত্মিকতা নিয়ে প্রায় সময়ই কথা বলেন ইমরান খান। দাবি করেন, বুশরা বিবি ইসলামের একটি রহস্যময় রূপ সুফিবাদ দ্বারা প্রভাবিত। তিনি সাধারণ মানুষের আড়ালে থাকতেই পছন্দ করেন। একটি টেলিভিশন সাক্ষাৎকার ছাড়া পাকিস্তানের কোনো মাধ্যমেই তাঁর উপস্থিতি দেখা যায়নি।
দেশে টিকটকের কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। দেশটির ডিজিটাল মন্ত্রণালয় জানিয়েছে, জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি সম্প্রতি অনুষ্ঠিত বিক্ষোভের সময় লাইভ স্ট্রিম ফিচারের অপব্যবহার সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।
১৫ মিনিট আগেইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি।
২২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে এল সেগুন্দোতে অবস্থিত শেভরন তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে শেভরনের একটি জেট ফুয়েল উৎপাদন ইউনিটে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে১১ বছর আগে প্রবর্তিত সংস্কারের ফলেই একজন নারীর পক্ষে আজ ক্যান্টারবেরির আর্চবিশপ হওয়া সম্ভব হয়েছে। ১৪০০ বছরের বেশি পুরোনো এ পদটি এত দিন পর্যন্ত কেবল পুরুষদের দ্বারা পরিচালিত হওয়া শেষ ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল।
২ ঘণ্টা আগে