Ajker Patrika

পাকিস্তানি তালেবানের হামলায় ১৫ সেনা নিহত

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১০: ৪৩
পাকিস্তানি তালেবানের হামলায় ১৫ সেনা নিহত

জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান বা পাকিস্তানি তালেবানের হামলায় কমপক্ষে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো বেশ কয়েকজন সেনা নিখোঁজ রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পাকিস্তানি সেনাদের ওপর আচমকা হামলা চালায় তালেবান জঙ্গিরা। তাদের গোলাবর্ষণে পাকিস্তানি ক্যাপ্টেন আবদুল বাসিতসহ ১৫ জন সেনা নিহত হন। তবে এই সংবাদ নিয়ে পাকিস্তানি সেনা ও সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়, সেনাদের সঙ্গে গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে পাকিস্তানি সেনারা।

প্রসঙ্গত, ২০০৭ সালে তেহরিক-ই-তালেবান জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠা করেছিলেন বায়তুল্লাহ মেহসুদ। আফগান তালেবানের সঙ্গে সম্পর্ক থাকলেও অনেকটা স্বতন্ত্রভাবে কাজ করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

‘মালয়েশিয়ায় গ্রেপ্তার যুবকেরা সিরিয়া ও বাংলাদেশের জঙ্গিদের জন্য অর্থ পাঠাত’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত