অনলাইন ডেস্ক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে পাকিস্তান। চলতি বছরের জানুয়ারিতে ১৫ সদস্যের এই সংস্থার অস্থায়ী সদস্য হিসেবে পাকিস্তান তার দুই বছরের মেয়াদ শুরু করে। ২০১৩ সালের পর এই পদে এটি পাকিস্তানের প্রথম দায়িত্ব। এ নিয়ে অষ্টমবারের মতো দেশটি নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের পদ একটি প্রতীকী ভূমিকা। এর কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবে এই দায়িত্বটি পাকিস্তান এমন এক সময়ে পেয়েছে, যখন প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের বিষয়ে ইসলামাবাদের অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে তিনি বলেন, ‘জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সম্মিলিত ও সময়োপযোগী পদক্ষেপের জন্য আমরা অন্য কাউন্সিল সদস্যদের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করব।’
আসিম ইফতিখার আরও বলেন, পাকিস্তান এমন এক সময়ে এই প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে, যখন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি বাড়ছে। রাষ্ট্রদূত বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা, বাড়তে থাকা সংঘাত, জটিল ভূরাজনৈতিক ও ভূকৌশলগত পরিস্থিতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকির মুখে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের সৃষ্টি হয়েছে, বিষয়টি পাকিস্তান নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ইসলামাবাদকে মোকাবিলা করার জন্য ভারত একটি কৌশল প্রস্তুত করছে। নয়াদিল্লির কৌশল তার অর্থনৈতিক শক্তি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর কেন্দ্রীভূত হবে। ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদের দিকেও মনোযোগ আকর্ষণ করবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে পাকিস্তান। চলতি বছরের জানুয়ারিতে ১৫ সদস্যের এই সংস্থার অস্থায়ী সদস্য হিসেবে পাকিস্তান তার দুই বছরের মেয়াদ শুরু করে। ২০১৩ সালের পর এই পদে এটি পাকিস্তানের প্রথম দায়িত্ব। এ নিয়ে অষ্টমবারের মতো দেশটি নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের পদ একটি প্রতীকী ভূমিকা। এর কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবে এই দায়িত্বটি পাকিস্তান এমন এক সময়ে পেয়েছে, যখন প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের বিষয়ে ইসলামাবাদের অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে তিনি বলেন, ‘জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সম্মিলিত ও সময়োপযোগী পদক্ষেপের জন্য আমরা অন্য কাউন্সিল সদস্যদের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করব।’
আসিম ইফতিখার আরও বলেন, পাকিস্তান এমন এক সময়ে এই প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে, যখন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি বাড়ছে। রাষ্ট্রদূত বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা, বাড়তে থাকা সংঘাত, জটিল ভূরাজনৈতিক ও ভূকৌশলগত পরিস্থিতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকির মুখে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের সৃষ্টি হয়েছে, বিষয়টি পাকিস্তান নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ইসলামাবাদকে মোকাবিলা করার জন্য ভারত একটি কৌশল প্রস্তুত করছে। নয়াদিল্লির কৌশল তার অর্থনৈতিক শক্তি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর কেন্দ্রীভূত হবে। ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদের দিকেও মনোযোগ আকর্ষণ করবে।
ভারতের মহারাষ্ট্রে গত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত) মোট ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। এর মধ্যে সিংহভাগ ঘটনাই ঘটেছে বিদর্ভ রাজ্যে। আজ মঙ্গলবার (১ জুলাই) রাজ্য বিধানসভায় মহারাষ্ট্র সরকার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিনেটে দীর্ঘ ২৪ ঘণ্টার বিতর্কের পর পাস হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিল ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’। এই বিলকে ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের অন্যতম মুখ্য আইন হিসেবে দেখছেন।
৫ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ কলকাতা ল’ কলেজে গত ২৫ জুন ২৪ বছর বয়সী এক আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন সরকারি কৌঁসুলি। তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে সুস্থ করার জন্য নয়, বরং আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্যেই তাকে ইনহেলার দেওয়া হয়েছিল।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসনের বিষয়টি তিনি ভেবে দেখবেন। রিপাবলিকান-সমর্থিত বাজেট বিল নিয়ে একটি পুরোনো দ্বন্দ্ব আবারও চাঙা হওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করেন।
৬ ঘণ্টা আগে