পাঞ্জাবের লাহোরে অবস্থিত পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন জামান পার্ক থেকে খালি হাতেই ফিরেছে পুলিশ বাহিনী।
আজ শুক্রবার সন্ধ্যায় ইমরানের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির ডন পত্রিকা।
পুলিশ চলে যাওয়ার পর বাসভবনের বাইরে এসে ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান সাংবাদিকদের কাছে বলেন, ‘আমার ধারণা, তারা বুঝতে পেরেছে যে এখানে সন্দেহজনক কিছু নেই। পানি আর বিস্কুট ছাড়া তারা এখানে আর কিছুই খুঁজে পায়নি।’
ইফতিখার আরও বলেন, ‘আমরা আপনাদের সামনেই বাড়ির দরজা খুলে দিয়েছি। এখন তাদের জিজ্ঞেস করে দেখুন—কী খুঁজে পেয়েছে।’
দিনভর নাটকীয়তার পর আজ বিকেলে ইমরানের বাড়িতে তল্লাশি চালায় পাকিস্তানের পুলিশ বাহিনী।
এর আগে দুপুরে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, শহরের পুলিশ কমিশনারের নেতৃত্বে কয়েক শ পুলিশ ইমরান খানের বাসভবনে তল্লাশি অভিযান চালাবে।
আমির বলেন, ‘আমরা খবর পেয়েছি ওই বাড়িতে অন্তত ৪০ জন সন্ত্রাসী আত্মগোপন করে আছে। তাই বাড়িটিতে তল্লাশি চালাতে আমরা ৪০০ পুলিশ সদস্যকে পাঠানোর চিন্তা করছি।’
৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা শুরু করেন তাঁর সমর্থকেরা। ১২ মে আদালতের নির্দেশে ইমরানকে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত এই বিশৃঙ্খলা অব্যাহত থাকে।
বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে গত এক সপ্তাহ ধরে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাঞ্জাবের লাহোরে অবস্থিত পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন জামান পার্ক থেকে খালি হাতেই ফিরেছে পুলিশ বাহিনী।
আজ শুক্রবার সন্ধ্যায় ইমরানের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির ডন পত্রিকা।
পুলিশ চলে যাওয়ার পর বাসভবনের বাইরে এসে ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান সাংবাদিকদের কাছে বলেন, ‘আমার ধারণা, তারা বুঝতে পেরেছে যে এখানে সন্দেহজনক কিছু নেই। পানি আর বিস্কুট ছাড়া তারা এখানে আর কিছুই খুঁজে পায়নি।’
ইফতিখার আরও বলেন, ‘আমরা আপনাদের সামনেই বাড়ির দরজা খুলে দিয়েছি। এখন তাদের জিজ্ঞেস করে দেখুন—কী খুঁজে পেয়েছে।’
দিনভর নাটকীয়তার পর আজ বিকেলে ইমরানের বাড়িতে তল্লাশি চালায় পাকিস্তানের পুলিশ বাহিনী।
এর আগে দুপুরে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, শহরের পুলিশ কমিশনারের নেতৃত্বে কয়েক শ পুলিশ ইমরান খানের বাসভবনে তল্লাশি অভিযান চালাবে।
আমির বলেন, ‘আমরা খবর পেয়েছি ওই বাড়িতে অন্তত ৪০ জন সন্ত্রাসী আত্মগোপন করে আছে। তাই বাড়িটিতে তল্লাশি চালাতে আমরা ৪০০ পুলিশ সদস্যকে পাঠানোর চিন্তা করছি।’
৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা শুরু করেন তাঁর সমর্থকেরা। ১২ মে আদালতের নির্দেশে ইমরানকে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত এই বিশৃঙ্খলা অব্যাহত থাকে।
বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে গত এক সপ্তাহ ধরে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
১ ঘণ্টা আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৪ ঘণ্টা আগে