পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবার অবৈধ বিয়ে তথা ইদ্দত মামলায় খালাস পেয়েছেন। একই মামলায় খালাস পেয়েছেন তাঁর স্ত্রী বুশরা বিবিও। গত শনিবার পাকিস্তানের একটি আদালত ইমরান খান ও তাঁর স্ত্রীকে এই মামলা থেকে খালাস দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইদ্দত মামলায় খালাস পেলেও ইমরান খান শিগগির কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ তাঁর বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই রায় এমন এক সময়ে এল, যার মাত্র এক দিন আগেই দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে পার্লামেন্টে সংরক্ষিত আসন পেয়ে পার্লামেন্টের সবচেয়ে বড় দলে পরিণত হয় ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি।
গত ফেব্রুয়ারিতে অবৈধ বিয়ে তথা ইদ্দতসংক্রান্ত মামলায় আদালত ইমরান-বুশরা দম্পতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বুশরা ও ইমরান খান বুশরার ইদ্দত (আগের বিয়ের তালাকের পর নির্দিষ্ট সময়) শেষ হওয়ার আগেই বিয়ে করেছিলেন এই অভিযোগ আনা হয়েছিল। পরে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে।
ফেব্রুয়ারির সেই রায়ের পর ইমরান-বুশরা দম্পতি আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে আদালত পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে খালাস দেন। বার্তা সংস্থা রয়টার্স সেই রায়ের কপি দেখেছে। সেখানে বলা হয়েছে, ‘উভয় আপিলকারীই অভিযোগ থেকে খালাস পেয়েছেন। অন্য কোনো মামলায় আটক করার প্রয়োজন না হলে তাঁদের অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ রায়ে আরও বলা হয়েছে, প্রসিকিউশন ইমরান-বুশরা দম্পতির বিরুদ্ধে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
এদিকে এই রায়ের পরপরই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) জানিয়েছে যে, ২০২৩ সালের মে মাসে সামরিক ও অন্যান্য রাষ্ট্রীয় স্থাপনার বিরুদ্ধে সহিংসতা ও ভাঙচুরের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি মামলায় কর্তৃপক্ষ ইমরান খানের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় তাঁকে কারাদণ্ড দেয়। এর সবগুলো থেকে খালাস পেয়েছেন ইমরান খান। গত আগস্ট থেকে কারাগারে থাকা এই নেতা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ থেকে গত মাসে খালাস পান তিনি। অন্য দুটি দুর্নীতি মামলায়ও তাঁকে খালাস দেওয়া হয়েছে। সর্বশেষ এই ইদ্দত মামলায় খালাস পেলেন তিনি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবার অবৈধ বিয়ে তথা ইদ্দত মামলায় খালাস পেয়েছেন। একই মামলায় খালাস পেয়েছেন তাঁর স্ত্রী বুশরা বিবিও। গত শনিবার পাকিস্তানের একটি আদালত ইমরান খান ও তাঁর স্ত্রীকে এই মামলা থেকে খালাস দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইদ্দত মামলায় খালাস পেলেও ইমরান খান শিগগির কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ তাঁর বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই রায় এমন এক সময়ে এল, যার মাত্র এক দিন আগেই দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে পার্লামেন্টে সংরক্ষিত আসন পেয়ে পার্লামেন্টের সবচেয়ে বড় দলে পরিণত হয় ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি।
গত ফেব্রুয়ারিতে অবৈধ বিয়ে তথা ইদ্দতসংক্রান্ত মামলায় আদালত ইমরান-বুশরা দম্পতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বুশরা ও ইমরান খান বুশরার ইদ্দত (আগের বিয়ের তালাকের পর নির্দিষ্ট সময়) শেষ হওয়ার আগেই বিয়ে করেছিলেন এই অভিযোগ আনা হয়েছিল। পরে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে।
ফেব্রুয়ারির সেই রায়ের পর ইমরান-বুশরা দম্পতি আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে আদালত পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে খালাস দেন। বার্তা সংস্থা রয়টার্স সেই রায়ের কপি দেখেছে। সেখানে বলা হয়েছে, ‘উভয় আপিলকারীই অভিযোগ থেকে খালাস পেয়েছেন। অন্য কোনো মামলায় আটক করার প্রয়োজন না হলে তাঁদের অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ রায়ে আরও বলা হয়েছে, প্রসিকিউশন ইমরান-বুশরা দম্পতির বিরুদ্ধে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
এদিকে এই রায়ের পরপরই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) জানিয়েছে যে, ২০২৩ সালের মে মাসে সামরিক ও অন্যান্য রাষ্ট্রীয় স্থাপনার বিরুদ্ধে সহিংসতা ও ভাঙচুরের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি মামলায় কর্তৃপক্ষ ইমরান খানের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় তাঁকে কারাদণ্ড দেয়। এর সবগুলো থেকে খালাস পেয়েছেন ইমরান খান। গত আগস্ট থেকে কারাগারে থাকা এই নেতা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ থেকে গত মাসে খালাস পান তিনি। অন্য দুটি দুর্নীতি মামলায়ও তাঁকে খালাস দেওয়া হয়েছে। সর্বশেষ এই ইদ্দত মামলায় খালাস পেলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৭ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৭ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৮ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগে