Ajker Patrika

শেষ বল পর্যন্ত খেলতে চান ইমরান খান

আপডেট : ২৩ মার্চ ২০২২, ২১: ৫২
শেষ বল পর্যন্ত খেলতে চান ইমরান খান

নিজ পদ থেকে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী শুক্রবার ইমরান খানকে নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে ‘অনাস্থা প্রস্তাব’ উত্থাপিত হবে। এর আগেই ইমরান খান এমনটি জানালেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হবে না।

কিন্তু কেন অনাস্থা ভোট সফল হবে না, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ইমরান খান। তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং এক দিন আগে আমি তাদের চমকে দেব, কারণ তারা এখনও চাপে রয়েছে।’

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার অনাস্থা প্রস্তাবের জন্য ২৫ মার্চ অধিবেশন আহ্বান করেছেন। প্রস্তাব আনার পর তিন থেকে সাত দিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘আমি ঘরে বসে থাকব এমন মিথ্যা ধারণা কেউ যেন না নেয়। আমি পদত্যাগ করব কেন? চোরদের চাপে আমার পদত্যাগ করা উচিত?’

জিও নিউজকে ইমরান খান আরও জানান, সেনাবাহিনীর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে।

ইমরান খানের মতে, পাকিস্তানের জন্য একটি শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির সেনাবাহিনীর সমালোচনা করা ভুল ছিল। সেনাবাহিনী না থাকলে দেশ তিন ভাগে বিভক্ত হয়ে যেত। 

অনাস্থা ভোটের কারণে পদ হারালে নীরব থাকবেন না জানিয়ে হুঁশিয়ারি দিয়ে ইমরান খান বলেন, ‘আমার সরকার ক্ষমতাচ্যুত হলেও আমি আমার নীতির সঙ্গে আপস করব না। আমি মানুষ এবং আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না।’ 
 
ইমরান খান দাবি করেন, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জনপ্রিয়তা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। 

 এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘জনগণ আমার সঙ্গে আছে, ৬০-৬৫ শতাংশ সম্মানিত মানুষ আমার পাশে দাঁড়িয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত