Ajker Patrika

এমন আচরণ করছে যেন আমি সন্ত্রাসী, আইনজীবীকে বললেন ইমরান খান

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৯: ৪৬
এমন আচরণ করছে যেন আমি সন্ত্রাসী, আইনজীবীকে বললেন ইমরান খান

কারাগারের ভেতরে মানবেতর পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে আইনজীবীকে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিন বছরের কারাদণ্ড হওয়ার পর পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত অ্যাটক কারাগারে বন্দী আছেন তিনি। 

সোমবার ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর আইনবিষয়ক মুখপাত্র নায়েম হায়দার পাঞ্জুথা। দেখা করার পর সাংবাদিকদের নায়েম জানান, কারাগারে যাওয়ার পর এখন পর্যন্ত তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ইমরান খানের সঙ্গে দেখা করেছেন। দেখা করার সময় ইমরান তাঁকে বলেছেন, ‘আমার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে, যেন আমি কোনো সন্ত্রাসী।’ 

ইমরান খানকে খুব ছোট ও অন্ধকারাচ্ছন্ন এমন একটি জেল কুঠুরিতে রাখা হয়েছে, যেখানে তাঁকে খোলা টয়লেট ব্যবহার করতে হচ্ছে। একটি ফ্যান ছাড়া ওই কুঠুরিতে আর কোনো সুবিধা নেই বলেও দাবি করেন নায়েম। 

তিনি বলেন, ‘তাঁর (ইমরান খান) মনোবল এখনো অনেক শক্ত এবং যেকোনো মূল্যে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবেন।’ 

নায়েম জানান, কথাবার্তার একপর্যায়ে ইমরান খান তাঁকে বলেছেন, ‘জনগণকে বলে দাও, আমি আমার নীতির সঙ্গে কখনোই আপস করব না।’ 

নায়েম জানান, মঙ্গলবার আদালতের রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন। 

এদিকে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আবেদন জানিয়েছে তাঁর দল পিটিআই। সোমবার ইসলামাবাদ হাইকোর্টে এই আবেদন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং শিক্ষাগত যোগ্যতা, সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় তাঁকে কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে। 

এ ছাড়া ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দিতে আলাদা আরেকটি আবেদন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত