Ajker Patrika

ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের একটি আদালত। বিচারককে হুমকি দেওয়া মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা বলে জিও নিউজের প্রতিবেদনে জানা যায়।

বুধবার (২৯ মার্চ) বেসামরিক বিচারক মালিক আমান এই রায় ঘোষণা করেন। এর আগে শুনানি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ইমরান খান। তবে তা খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে ইমরানকে আগামী ১৮ এপ্রিল আদালতে হাজির করার বিষয়ে নির্দেশনা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুনানির সময় ইমরান খানের আইনজীবীরা জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার অনুরোধ করেছিলেন। কারণ পিটিআই চেয়ারম্যানের নিরাপত্তা হুমকি রয়েছে। তবে আদালত এই অনুরোধ প্রত্যাহার করে।

মামলার অভিযোগ গত বছর আগস্টে ইমরান খানের একটি রাজনৈতিক বক্তৃতার সঙ্গে সম্পর্কিত। ২০ আগস্ট ওই বক্তৃতায় ইমরান পুলিশ প্রধান ও একজন নারী বিচারকের বিরুদ্ধে তাঁর নেতা কর্মীদের আটক ও দুর্ব্যবহার করার অভিযোগ করেন। এ সময় পুলিশ প্রধান ও বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন সাবেক এই পাক প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে বিচারককে হুমকি দেওয়া অভিযোগে মামলা করা হয়।

বর্তমানে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি ৯টি মামলায় জামিন পেয়েছেন তিনি। এর মধ্যে আটটি সন্ত্রাসবাদের মামলায় এবং একটি দেওয়ানি মামলায় জামিন মঞ্জুর করেছে দেশটির শীর্ষ আদালত। এর আগে পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট একটি দুর্নীতি মামলায় ইমরানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত