Ajker Patrika

আদালতের সামনে থেকে ইমরান খান গ্রেপ্তার

আপডেট : ০৯ মে ২০২৩, ১৭: ০৪
আদালতের সামনে থেকে ইমরান খান গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রধান ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

পিটিআইয়ের সহসভাপতি ফাওয়াদ চৌধুরী এক টুইটার পোস্টে বলেছেন, ‘ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে আজ মঙ্গলবার বিকেলে আধা সামরিক বাহিনী ইমরান খানকে গ্রেপ্তার করেছে।’ পিটিআইয়ের আইনজীবীরা এ সময় নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর (এনএবি) দায়ের করা দুর্নীতির মামলায় সংস্থাটিরই সাবেক চেয়ারম্যান ইমরানের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে বলে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। আল-কাদির ট্রাস্টকে ঘিরে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার হয়। 

একটি কালো টয়োটা হাইলাক্স ভিগো গাড়িতে ইমরান খানকে তুলে নিয়ে রাওয়ালপিন্ডি ন্যাব কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তাঁরা। এই সব ঘটনার কথা স্বীকার করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. আকবর নাসির খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কটি কালো টয়োটা হাইলাক্স ভিগো গাড়িতে ইমরান খানকে তুলে নিয়ে রাওয়ালপিন্ডি ন্যাব কার্যালয়ের উদ্দেশে রওনা দেন পাকিস্তান র‍্যাঞ্জার্সের সদস্য। ছবি ডনফাওয়াদ চৌধুরী আরও বলেন, ইমরান খানের গাড়ি ঘেরাও করে জোর করে ইমরানকে তুলে নিয়ে গেছে পাকিস্তানের আধাসামরিক বাহিনী। তাঁর আইনজীবী ফয়সাল চৌধুরীরও হামলার শিকার হয়েছেন।

তবে পিটিআইয়ের আরেক নেতা আজহার মাশওয়ানি অভিযোগ করে বলেছেন, ইমরান খানকে আদালতের ভেতর থেকে আধাসামরিক বাহিনী ‘তুলে নিয়ে গেছে’। দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে আজ মঙ্গলবার বিকেলে আধা সামরিক বাহিনী ইমরান খানকে গ্রেপ্তার করেছে। ছবি ডনপিটিআই নেতা মুসাররাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তারা এখন ইমরান খানকে নির্যাতন করছে...তারা খান সাহেবকে মারছে।’

পিটিআইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও ইমরানের আইনজীবীর ভিডিও শেয়ার করে বলেছে, তিনি ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ‘মারাত্মকভাবে আহত’ হয়েছেন।

এদিকে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তারা ইমরানের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত