Ajker Patrika

ইমরান খানকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের হুমকি

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৩: ৪৪
ইমরান খানকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের হুমকি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগ করার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। পদত্যাগের আগে সংসদ ভেঙে দেওয়ার কথাও বলেছেন তিনি। তা না হলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরানকে ক্ষমতাচ্যুত করা হবে বলেও হুমকি দিয়েছেন বিলাওয়াল ভুট্টো। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার লালমুসায় এক জনসমাবেশে বিলাওয়াল ভুট্টো এসব কথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারকে বিদায় করা হবে। 

পিপিপি নেতা বলেন, এই ‘নির্বাচিত’ ব্যক্তি (ইমরান খান) এতটাই ভীত যে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষদের গালাগালি করতে শুরু করেছেন। 

ইমরান খানকে ‘পুতুল সরকার’ উপাধি দিয়ে বিলওয়াল ভুট্টো বলেন, দেশের অর্থনৈতিক সংকটের জন্য এই পুতুল সরবারই দায়ী। সাধারণ মানুষ মুদ্রাস্ফীতির সুনামিতে ডুবে যাচ্ছে। 

পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছে। ইমরান খান এই প্রস্তাবের ব্যর্থতার ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন এবং বলেছেন, ‘বিরোধীরা অবশ্যই ব্যর্থ হবে এবং এর পরিণতি ভোগ করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

জুলাই নিয়ে ফেসবুকে পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত