Ajker Patrika

পাকিস্তানের উপনির্বাচন: ইমরান একাই লড়বেন ৩৩ আসনে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৫: ৫৩
পাকিস্তানের উপনির্বাচন: ইমরান একাই লড়বেন ৩৩ আসনে

পাকিস্তানের জাতীয় পরিষদের উপনির্বাচনে একাই ৩৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানের গণমাধ্যম ডন আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) আইনপ্রণেতারা পদত্যাগ করলে এ মাসের শুরুতে আসনগুলো শূন্য ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ এই ৩৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পিটিআই জানিয়েছে, এইসব আসনে ক্ষমতাসীন পিডিএমের (পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট) বিরুদ্ধে ইমরান খান একাই প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন। 

তবে পিডিএমের বিরুদ্ধে একাধিক আসনে ইমরান খানের প্রতিদ্বন্দ্বিতা করার ইতিহাস এই প্রথম নয়। ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে ইমরান খান আটটি নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ছয়টিতে বিজয়ী হয়েছিলেন। 

গতকাল রোববার লাহোরে এক সাংবাদ সম্মেলনে পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি বলেছেন, ‘দলের কোর কমিটির সঙ্গে সংসদীয় দলের সদস্যদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে দীর্ঘ আলোচনার পর ইমরান খানকে সকল শূন্য আসনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

বৈঠকে পাকিস্তানের সামরিক বাহিনী ও পিটিআইয়ের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শাহ মাহমুদ কোরেশি। তিনি বলেছেন, ‘এখন সামরিক বাহিনীর সঙ্গে পিটিআইয়ের কোনো যোগাযোগ নেই। প্রেসিডেন্ট আরিফ আলভি পিটিআই ও সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করেছিলেন। তবে কোনো অগ্রগতি হয়নি।’ 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিটিআই মহাসচিব আসাদ উমর বলেছেন, আশা করছি সোমবারের (আজ) মধ্যে লাহোর হাইকোর্ট পাঞ্জাব নির্বাচনের তারিখ দেবে। এ ছাড়া খাইবার পাখতুনখাওয়ায় নির্বাচন চয়ে পেশোয়ার হাইকোর্টেও পিটিশন দায়ের করবে পিটিআই। 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই তাদের বৈঠকে চারটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবগুলো হচ্ছে, তিন মাসের মধ্যে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় নির্বাচনের দাবি, খাইবার পাখতুনখাওয়ার গভর্নর গুলাম আলীকে নির্বাচন সম্পর্কে নোটিশ দিতে প্রেসিডেন্ট আরিফ আলভিকে বলা, পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর গ্রেপ্তারের নিন্দা জানানো এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় পিডিএমের বিরুদ্ধে নিন্দা জানানো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত