Ajker Patrika

পাকিস্তানে সংঘর্ষে নিহত বেড়ে ৪, হাজারো গ্রেপ্তার

আপডেট : ১০ মে ২০২৩, ২৩: ৩৫
পাকিস্তানে সংঘর্ষে নিহত বেড়ে ৪, হাজারো গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে দেশটি। বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে এ পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। চলমান এই সহিংসতায় এ পর্যন্ত ৯১ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পাঞ্জাবে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সহিংসতা নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাদের দিকে সেনাবাহিনী আসছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই ইসলামাবাদের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিতে এগিয়ে আসছে।

এক টুইট বার্তায় পুলিশ আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍েঞ্জারস ও সশস্ত্র বাহিনী ইতিমধ্যে মোতায়েন রয়েছে। বিক্ষোভে উসকানিদাতাদের নিবৃত্ত হতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নারী ও শিশুদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। 

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি বিশেষ আদালত। আজ বুধবার ইমরান খানকে ওই আদালতে নেওয়া হয়। বিচারক ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতিবিরোধী সরকারি সংস্থা বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) অনুমতি দেন। 

এর আগে গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ইমরান খানকে গ্রেপ্তার করে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, পৃথকভাবে আরেকটি দায়রা আদালত তোশাখানা মামলায় পিটিআইর প্রধানকে অভিযুক্ত করেছেন। ইমরানের বিরুদ্ধে দুটি শুনানিই ইসলামাবাদ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়। 

ইসলামাবাদ পুলিশ লাইনসের গেস্টহাউসকে গতকাল রাতেই বিশেষ ব্যবস্থায় কঠোর নিরাপত্তার মধ্যে ‘এককালীন ব্যবস্থা’ হিসেবে আদালতের মর্যাদা দেওয়া হয়। সেখানেই ইমরানকে আটক রাখা হয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসলামাবাদের যে অতিথিশালায় ইমরানকে আটক রাখা হয়েছে, সেখানেই তাঁর বিরুদ্ধে আদালতের শুনানি হবে।

আরও পড়ুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত