পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে দেশটি। বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে এ পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। চলমান এই সহিংসতায় এ পর্যন্ত ৯১ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঞ্জাবে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সহিংসতা নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাদের দিকে সেনাবাহিনী আসছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই ইসলামাবাদের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিতে এগিয়ে আসছে।
এক টুইট বার্তায় পুলিশ আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রেঞ্জারস ও সশস্ত্র বাহিনী ইতিমধ্যে মোতায়েন রয়েছে। বিক্ষোভে উসকানিদাতাদের নিবৃত্ত হতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নারী ও শিশুদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি বিশেষ আদালত। আজ বুধবার ইমরান খানকে ওই আদালতে নেওয়া হয়। বিচারক ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতিবিরোধী সরকারি সংস্থা বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) অনুমতি দেন।
এর আগে গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ইমরান খানকে গ্রেপ্তার করে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, পৃথকভাবে আরেকটি দায়রা আদালত তোশাখানা মামলায় পিটিআইর প্রধানকে অভিযুক্ত করেছেন। ইমরানের বিরুদ্ধে দুটি শুনানিই ইসলামাবাদ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়।
ইসলামাবাদ পুলিশ লাইনসের গেস্টহাউসকে গতকাল রাতেই বিশেষ ব্যবস্থায় কঠোর নিরাপত্তার মধ্যে ‘এককালীন ব্যবস্থা’ হিসেবে আদালতের মর্যাদা দেওয়া হয়। সেখানেই ইমরানকে আটক রাখা হয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসলামাবাদের যে অতিথিশালায় ইমরানকে আটক রাখা হয়েছে, সেখানেই তাঁর বিরুদ্ধে আদালতের শুনানি হবে।
আরও পড়ুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে দেশটি। বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে এ পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। চলমান এই সহিংসতায় এ পর্যন্ত ৯১ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঞ্জাবে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সহিংসতা নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাদের দিকে সেনাবাহিনী আসছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই ইসলামাবাদের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিতে এগিয়ে আসছে।
এক টুইট বার্তায় পুলিশ আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রেঞ্জারস ও সশস্ত্র বাহিনী ইতিমধ্যে মোতায়েন রয়েছে। বিক্ষোভে উসকানিদাতাদের নিবৃত্ত হতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নারী ও শিশুদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি বিশেষ আদালত। আজ বুধবার ইমরান খানকে ওই আদালতে নেওয়া হয়। বিচারক ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতিবিরোধী সরকারি সংস্থা বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) অনুমতি দেন।
এর আগে গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ইমরান খানকে গ্রেপ্তার করে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, পৃথকভাবে আরেকটি দায়রা আদালত তোশাখানা মামলায় পিটিআইর প্রধানকে অভিযুক্ত করেছেন। ইমরানের বিরুদ্ধে দুটি শুনানিই ইসলামাবাদ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়।
ইসলামাবাদ পুলিশ লাইনসের গেস্টহাউসকে গতকাল রাতেই বিশেষ ব্যবস্থায় কঠোর নিরাপত্তার মধ্যে ‘এককালীন ব্যবস্থা’ হিসেবে আদালতের মর্যাদা দেওয়া হয়। সেখানেই ইমরানকে আটক রাখা হয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসলামাবাদের যে অতিথিশালায় ইমরানকে আটক রাখা হয়েছে, সেখানেই তাঁর বিরুদ্ধে আদালতের শুনানি হবে।
আরও পড়ুন
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে দুটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার সকালে কিছু সময়ের ব্যবধানে এই দুটি ড্রোনকে ভূপাতিত করা হয়। তবে পাকিস্তানের কেন্দ্রীয় বা পাঞ্জাব সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
১ ঘণ্টা আগেপাকিস্তানের পাঞ্জাবের লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর একদিন আগেই ভারতীয় বিমান পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। এদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে...
১ ঘণ্টা আগেভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফ্রান্স। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ফরাসি গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, তারা নিশ্চিত যে—পাকিস্তান ভারতের অন্তত একটি রাফাল গুলি করে ভূপাতিত করেছে। তবে, পাকিস্তান যে তিনটি রাফাল ভূপাতিতের দাবি...
১ ঘণ্টা আগেপাকিস্তানের পাঞ্জাবের বাহাওয়ালপুরে একটি আবাসিক মাদ্রাসায় মঙ্গলবার দিবাগত রাতে ব্যাপক আলোর ঝলকানি দেখা যায়। ভিডিও ফুটেজে এই আলোর ঝলকানি ধরা পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক হত্যার প্রতিক্রিয়ায় ভারত প্রতিবেশী দেশটিতে হামলা চালালে এই দৃশ্য ধরা পড়ে।
২ ঘণ্টা আগে