মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করে ক্ষমতা ছেড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রীর সুপারিশে সায় দিয়ে জাতীয় পরিষদ ভেঙে দেন। ফলে স্বাভাবিকভাবেই মন্ত্রিপরিষদও ভেঙে যায়। এ অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে এসেছে, তা হলো—কে হতে যাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) আরও বেশ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোটের সরকার মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছে। ১২ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার কথা থাকলেও ৯ আগস্ট ভেঙে দেওয়ার উদ্দেশ্য হলো সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে ৬০ দিনের পরিবর্তে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশনকে সুযোগ দেওয়া। নিয়মানুযায়ী জাতীয় পরিষদ যদি তার মেয়াদ পূর্ণ করে, তবে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। কিন্তু মেয়াদ পূর্ণ না করলে সেই সময় বেড়ে গিয়ে দাঁড়াবে ৯০ দিনে।
এর আগে যখন শাহবাজ শরিফ ঘোষণা দেন যে, তিনি ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করবেন, তখন থেকেই আলোচনা শুরু হয়—কে হতে যাচ্ছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী। তবে গত মঙ্গলবার শাহবাজ শরিফ জানান, তাঁরা তত্ত্বাবধায়কের প্রধানমন্ত্রী হিসেবে এখনো কারও নাম ঠিক করেননি। তবে এ বিষয়ে জোটসঙ্গী এবং পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
পাকিস্তানের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী শাহবাজ এবং জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়কের প্রধানমন্ত্রী বাছাই করার কথা রয়েছে। তবে তাঁরা এখনো এ বিষয়ে কোনো আলোচনা করেননি।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা আলোচনা না করলেও বেশ কয়েকজনের নামই পরবর্তী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সামনে এসেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সর্বশেষ সরকারের অর্থমন্ত্রী ইসহাক দার। তবে ইসহাক নিজে এবং তাঁর দল পাকিস্তান পিএমএল-এন বিষয়টি নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি।
সাবেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহও তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক অর্থমন্ত্রী হাফিজ শেখের নাম প্রস্তাব করেছিলেন। হাফিজ শেখ ইমরান খানের সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন এবং তার আগে তিনি পিপিপি সরকারের সময়ও অর্থমন্ত্রী ছিলেন।
এই দুজনের বাইরে পিএমএল-এনের আইনপ্রণেতা শহীদ খাকান আব্বাসি এবং পাঞ্জাব প্রদেশের গভর্নর মাখদুম আহমেদ মেহমুদের নামও রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে। এ ছড়া পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব এবং ওয়াশিংটনে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানীর নামও উঠে এসেছে।
মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করে ক্ষমতা ছেড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রীর সুপারিশে সায় দিয়ে জাতীয় পরিষদ ভেঙে দেন। ফলে স্বাভাবিকভাবেই মন্ত্রিপরিষদও ভেঙে যায়। এ অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে এসেছে, তা হলো—কে হতে যাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) আরও বেশ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোটের সরকার মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছে। ১২ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার কথা থাকলেও ৯ আগস্ট ভেঙে দেওয়ার উদ্দেশ্য হলো সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে ৬০ দিনের পরিবর্তে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশনকে সুযোগ দেওয়া। নিয়মানুযায়ী জাতীয় পরিষদ যদি তার মেয়াদ পূর্ণ করে, তবে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। কিন্তু মেয়াদ পূর্ণ না করলে সেই সময় বেড়ে গিয়ে দাঁড়াবে ৯০ দিনে।
এর আগে যখন শাহবাজ শরিফ ঘোষণা দেন যে, তিনি ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করবেন, তখন থেকেই আলোচনা শুরু হয়—কে হতে যাচ্ছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী। তবে গত মঙ্গলবার শাহবাজ শরিফ জানান, তাঁরা তত্ত্বাবধায়কের প্রধানমন্ত্রী হিসেবে এখনো কারও নাম ঠিক করেননি। তবে এ বিষয়ে জোটসঙ্গী এবং পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
পাকিস্তানের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী শাহবাজ এবং জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়কের প্রধানমন্ত্রী বাছাই করার কথা রয়েছে। তবে তাঁরা এখনো এ বিষয়ে কোনো আলোচনা করেননি।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা আলোচনা না করলেও বেশ কয়েকজনের নামই পরবর্তী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সামনে এসেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সর্বশেষ সরকারের অর্থমন্ত্রী ইসহাক দার। তবে ইসহাক নিজে এবং তাঁর দল পাকিস্তান পিএমএল-এন বিষয়টি নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি।
সাবেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহও তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক অর্থমন্ত্রী হাফিজ শেখের নাম প্রস্তাব করেছিলেন। হাফিজ শেখ ইমরান খানের সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন এবং তার আগে তিনি পিপিপি সরকারের সময়ও অর্থমন্ত্রী ছিলেন।
এই দুজনের বাইরে পিএমএল-এনের আইনপ্রণেতা শহীদ খাকান আব্বাসি এবং পাঞ্জাব প্রদেশের গভর্নর মাখদুম আহমেদ মেহমুদের নামও রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে। এ ছড়া পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব এবং ওয়াশিংটনে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানীর নামও উঠে এসেছে।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৭ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে