পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের দায়ের করা তোষাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার বিকেলে পাঞ্জাব পুলিশ লাহোরের জামান পার্কে অবস্থিত বাসভবন থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখা এক টুইটে ইমরান খানের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। টুইটে উল্লেখ করা হয়েছে, ‘ইমরান খানকে কোটর লাখপত জেলে নিয়ে যাওয়া হয়েছে।’
তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির হয়ে ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ শনিবার দেশটির রাজধানী ইসলামাবাদের ওই আদালত দুর্নীতির অভিযোগে এই কারাদণ্ড দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তিন বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আদালত ইমরান খানকে ১ লাখ পাকিস্তানি রুপি অর্থদণ্ডও দিয়েছেন।
ইমরান খানের বিরুদ্ধে চলতি বছরের ১০ মে তোষাখানা মামলা দায়ের করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়—তিনি তোষাখানা থেকে গৃহীত উপহারের তথ্য গোপন করেছেন।
আজকের শুনানির সময় ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় তাঁকে তিন বছরের কারাদণ্ড এবং ১ লাখ পাকিস্তানি রুপি অর্থদণ্ড দেন।
রায়ে বিচারক বলেন, ‘ইমরান খান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের নির্বাচন কমিশনে মিথ্যা বিবরণ জমা দিয়েছেন এবং দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।’ এই অভিযোগে পাকিস্তানের নির্বাচনী আইনের ১৭৪ ধারা অনুসারে পিটিআই প্রধানকে তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়।
বিচারপতি দিলাওয়ার আরও নির্দেশ দিয়েছেন যে আদালতের আদেশ কার্যকর করার জন্য আদেশের একটি অনুলিপি ইসলামাবাদের পুলিশপ্রধানের কাছে পাঠাতে হবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের দায়ের করা তোষাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার বিকেলে পাঞ্জাব পুলিশ লাহোরের জামান পার্কে অবস্থিত বাসভবন থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখা এক টুইটে ইমরান খানের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। টুইটে উল্লেখ করা হয়েছে, ‘ইমরান খানকে কোটর লাখপত জেলে নিয়ে যাওয়া হয়েছে।’
তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির হয়ে ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ শনিবার দেশটির রাজধানী ইসলামাবাদের ওই আদালত দুর্নীতির অভিযোগে এই কারাদণ্ড দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তিন বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আদালত ইমরান খানকে ১ লাখ পাকিস্তানি রুপি অর্থদণ্ডও দিয়েছেন।
ইমরান খানের বিরুদ্ধে চলতি বছরের ১০ মে তোষাখানা মামলা দায়ের করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়—তিনি তোষাখানা থেকে গৃহীত উপহারের তথ্য গোপন করেছেন।
আজকের শুনানির সময় ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় তাঁকে তিন বছরের কারাদণ্ড এবং ১ লাখ পাকিস্তানি রুপি অর্থদণ্ড দেন।
রায়ে বিচারক বলেন, ‘ইমরান খান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের নির্বাচন কমিশনে মিথ্যা বিবরণ জমা দিয়েছেন এবং দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।’ এই অভিযোগে পাকিস্তানের নির্বাচনী আইনের ১৭৪ ধারা অনুসারে পিটিআই প্রধানকে তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়।
বিচারপতি দিলাওয়ার আরও নির্দেশ দিয়েছেন যে আদালতের আদেশ কার্যকর করার জন্য আদেশের একটি অনুলিপি ইসলামাবাদের পুলিশপ্রধানের কাছে পাঠাতে হবে।
জার্মানির সর্বশেষ জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে রক্ষণশীল নেতা ফ্রেডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও ক্রিশ্চিয়ান সোশ্যালিস্ট পার্টির (এসপিইউ) জোট। তবে পার্লামেন্টে চ্যান্সেলর হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম দফার ভোটে তিনি প্রয়োজনী
৪ মিনিট আগেভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, প্রিন্সিপাল ও লাইব্রেরিয়ানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। লাইব্রেরিয়ান সেটি নিজের ফোনে ভিডিও করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রিন্সিপাল তাঁকে চড় মেরে বসেন। তাঁর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলেন।
১৫ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছুদিন আগে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি পোপের পোশাক পরা ছবিটি তাঁর নয়। এই ছবির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এই ছবিটিকে ‘কিউট’ বলেছেন।
১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়গুলোতে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের চেষ্টাকে কেন্দ্র করে গত মাস থেকেই প্রশাসনের সঙ্গে বিরোধ চলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। এপ্রিলে গাজা যুদ্ধ ও এ নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার জেরে বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত ২০০ কোটির ডলারেরও বেশি তহবিল স্থগিত করে ট্রা
১ ঘণ্টা আগে