ইসরায়েলের তেল আবিবে এক গাড়ি হামলায় সাতজন আহত হয়েছে বলে পুলিশ ও চিকিৎসকেরা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে গাড়িচাপা ও ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে এক ইসরায়েলি। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বড় অভিযানের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটল।
পুলিশ বলেছে, উত্তর তেল আবিবে একটি গাড়ি বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে আক্রমণ করেছে। সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি গাড়ি চালিয়ে দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার সময় শপিং সেন্টারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারে এবং বেসামরিক লোকদের ধারালো বস্তু দিয়ে আঘাত করার জন্য গাড়ি থেকে বের হয়ে এগিয়ে যায়।
ঘটনাস্থলে বক্তব্য দিতে গিয়ে পুলিশপ্রধান ইয়াকভ শাবতাই বলেছেন, ওই ব্যক্তি পশ্চিম তীরের বাসিন্দা। একজন সশস্ত্র পথচারী তাকে গুলি করে হত্যা করেছে।
চিকিৎসকেরা জানান, আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, মোট আহতের সংখ্যা সাতজন।
অধিকৃত পশ্চিম তীরের জেনিনের বিদ্রোহী ঘাঁটিতে কয়েক বছরের সবচেয়ে বড় ইসরায়েলি সামরিক অভিযানের দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটল। সামরিক অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে, ১০০ জনেরও বেশি হেফাজতে রয়েছে এবং হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী একটি বিবৃতি জারি করে ‘বীরত্বপূর্ণ’ হামলার প্রশংসা করেছে। তারা এই হামলাকে ‘জেনিন শিবিরে জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রাথমিক প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছে।
উভয় পক্ষের সরকারি সূত্র থেকে সংকলিত এএফপির তথ্য অনুযায়ী, এ বছর অন্তত ১৮৮ ফিলিস্তিনি, ২৫ ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে। তাদের মধ্যে ফিলিস্তিনের পক্ষে যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি এবং ইসরায়েলের পক্ষে বেশির ভাগ বেসামরিক নাগরিক ও আরব সংখ্যালঘুর তিন সদস্য রয়েছে।
ইসরায়েলের তেল আবিবে এক গাড়ি হামলায় সাতজন আহত হয়েছে বলে পুলিশ ও চিকিৎসকেরা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে গাড়িচাপা ও ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে এক ইসরায়েলি। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বড় অভিযানের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটল।
পুলিশ বলেছে, উত্তর তেল আবিবে একটি গাড়ি বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে আক্রমণ করেছে। সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি গাড়ি চালিয়ে দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার সময় শপিং সেন্টারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারে এবং বেসামরিক লোকদের ধারালো বস্তু দিয়ে আঘাত করার জন্য গাড়ি থেকে বের হয়ে এগিয়ে যায়।
ঘটনাস্থলে বক্তব্য দিতে গিয়ে পুলিশপ্রধান ইয়াকভ শাবতাই বলেছেন, ওই ব্যক্তি পশ্চিম তীরের বাসিন্দা। একজন সশস্ত্র পথচারী তাকে গুলি করে হত্যা করেছে।
চিকিৎসকেরা জানান, আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, মোট আহতের সংখ্যা সাতজন।
অধিকৃত পশ্চিম তীরের জেনিনের বিদ্রোহী ঘাঁটিতে কয়েক বছরের সবচেয়ে বড় ইসরায়েলি সামরিক অভিযানের দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটল। সামরিক অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে, ১০০ জনেরও বেশি হেফাজতে রয়েছে এবং হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী একটি বিবৃতি জারি করে ‘বীরত্বপূর্ণ’ হামলার প্রশংসা করেছে। তারা এই হামলাকে ‘জেনিন শিবিরে জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রাথমিক প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছে।
উভয় পক্ষের সরকারি সূত্র থেকে সংকলিত এএফপির তথ্য অনুযায়ী, এ বছর অন্তত ১৮৮ ফিলিস্তিনি, ২৫ ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে। তাদের মধ্যে ফিলিস্তিনের পক্ষে যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি এবং ইসরায়েলের পক্ষে বেশির ভাগ বেসামরিক নাগরিক ও আরব সংখ্যালঘুর তিন সদস্য রয়েছে।
কোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
৫ মিনিট আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
১ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে একটি গম্বুজ ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
২ ঘণ্টা আগেআধুনিক ও দক্ষ পরিকাঠামোয় উন্নত ও বিশ্বব্যাপী আর্থিক কর্মকাণ্ডের একটি কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুর পর্যটকদের জন্য জনপ্রিয়। সে সঙ্গে বহু বিদেশিও স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটিকে পছন্দের তালিকায় প্রথম দিকে রাখেন। স্থায়ীভাবে বসবাস করতে চাইলে সিঙ্গাপুরে পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর)...
৩ ঘণ্টা আগে