Ajker Patrika

৭ অক্টোবর থেকে সিরিয়ায় হিজবুল্লাহর ৫০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

৭ অক্টোবর থেকে সিরিয়ায় হিজবুল্লাহর ৫০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় ইরানসমর্থিত লেবাননের বিদ্রোহী দল হিজবুল্লাহর ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েল। গতকাল শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী এ ঘোষণা দেয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, হিজবুল্লাহর হামলা প্রতিহত করার প্রচেষ্টা তুলে ধরতে গিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হ্যাগারি এ তথ্য দেন। সিরিয়া অভিযান এই প্রথম নীরবতা ভাঙল ইসরায়েলি বাহিনী।

হ্যাগারি বলেন, ‘হিজবুল্লাহ যেখানে, আমরাও সেখানে। মধ্যপ্রাচ্যে যেখানেই প্রয়োজন, সেখানেই আমরা প্রতিরোধের ব্যবস্থা নেব।’

ইসরায়েলি বাহিনী লেবাননে হিজবুল্লাহর ৩৪ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, এর মধ্যে ১২০টি সীমান্ত নজরদারি আউটপোস্ট, ৪০টি ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মজুতাগার এবং ৪০টিরও বেশি কমান্ড সেন্টার রয়েছে বলে জানান হ্যাগারি। মৃত শত্রুর সংখ্যা দুই শতাধিক বলেও জানান তিনি।

হ্যাগারি বলেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি হামাস আকস্মিক হামলার জবাবে গাজায় যুদ্ধ শুরুর পর হামাসের সঙ্গে হিজবুল্লাহর জড়িত হওয়ার আশঙ্কায় লেবানন সীমান্তে তিন ডিভিশন সেনা মোতায়েন করেছিল ইসরায়েল।

ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধারা সরে না গেলে হামলার মাত্রা তীব্র করা হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে পশ্চিমা সাহায্য চেয়েছে দেশটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত