Ajker Patrika

তৃতীয় দফায় ১৭ জিম্মিকে মুক্তি দিল হামাস, বিপরীতে ছাড়া পেল ৩৯ ফিলিস্তিনি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১০: ৩৬
তৃতীয় দফায় ১৭ জিম্মিকে মুক্তি দিল হামাস, বিপরীতে ছাড়া পেল ৩৯ ফিলিস্তিনি

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির তৃতীয় দিনে গত রোববার ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৯ ফিলিস্তিনি বন্দী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন হলেন ইসরায়েলি। আর বাকি চারজন বিদেশি নাগরিক। এর মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। আবিগালি ইদান নামের সেই শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর দ্বৈত নাগরিক।

হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া জিম্মিদের বরণ করতে ইসরায়েলে অপেক্ষমাণ জনতা। ছবি: এএফপিহামাসের মুক্তি দেওয়া ইসরায়েলি জিম্মির সংখ্যা নিয়ে অসংগতি দেখা গেছে। বিবিসির মতে, ১৩ ইসরায়েলি, তিন থাই এবং এক রাশিয়ানকে মুক্তি দেওয়া নিশ্চিত করেছে হামাস। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, যে রুশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে তিনি ইসরায়েলের দ্বৈত নাগরিক। ওই ইসরায়েলি-রুশকেও ইসরায়েলি হিসেবে ধরে আইডিএফ জানিয়েছে, বিরতির তৃতীয় দিন ১৪ ইসরায়েলিকে মুক্তি দেওয়ার খবর।

গত দুই দফার মতো এবার আর গাজা উপত্যকার দক্ষিণ অংশে জিম্মিদের মুক্তি দেয়নি হামাস। বরং উত্তর গাজার নিকটবর্তী ইসরায়েলি সীমান্তে রেডক্রসের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।

অন্যদিকে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় তৃতীয় দিনে ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে পশ্চিম তীরের রামাল্লায় বিশালসংখ্যক ফিলিস্তিনি জনতা রাস্তায় নেমে আসেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের আলিঙ্গনে জড়িয়ে নেন তাদের পরিবারের সদস্যরা। এ যুদ্ধবিরতির তিন দিনে মোট ১১৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের অধিকাংশের বয়সই ১৮-এর কম।

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে এক ফিলিস্তিনি কিশোর। ছবি: এএফপিমূলত কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তি অনুসারে গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সেই যুদ্ধবিরতি শুরু হয়। গাজায় চার দিনের যুদ্ধবিরতি এবং ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তির শর্ত অনুযায়ী প্রথম দফায় ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলও ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। দ্বিতীয় দফায় ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ