এএফপি, প্যারিস
দুই দিন আগে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা করে। এর জেরে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। গতকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়। তাদের মধ্যে ইসরায়েলের ৮০০ জন এবং ফিলিস্তিনি পাঁচ শতাধিক। উদ্ভূত প্রেক্ষাপটে পুরোনো মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষ নিয়েছে এবং বরাবরের মতোই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিয়েছে হামাসের পক্ষ।
যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রতি তাঁদের দৃঢ় ও অটুট সমর্থন রয়েছে। মার্কিন জাহাজ ও যুদ্ধবিমান ইসরায়েলের কাছে ভেড়ার নির্দেশ দিয়েছেন তিনি। সামরিক রসদ ইসরায়েলে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।
ইরান: ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে তেহরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত রোববার এ মন্তব্য করেন। সেই সঙ্গে এই অঞ্চলকে বিপদগ্রস্ত করার জন্য ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সৌদি আরব: ‘উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অবিলম্বে বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও আত্মসংযম’ দেখানোর জন্য সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে।
চীন: ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে ‘শান্ত’ থাকতে এবং শিগগির যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।
রাশিয়া: তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং সেই সঙ্গে সমন্বিত, দীর্ঘস্থায়ী ও বহুল প্রতীক্ষিত আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারত: ইসরায়েলের ‘কঠিন সময়ে’ দেশটির প্রতি সংহতি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরায়েলে সন্ত্রাসী হামলার খবরে ভারত গভীরভাবে হতবাক বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাজ্য: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুক্তরাজ্যের ‘অবিচল সমর্থনের’ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইসরায়েলকে সাহায্যে যা কিছু করা সম্ভব, সবই যুক্তরাজ্য করবে বলেও জানান তিনি।
তুরস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রতি বেসামরিক জনগোষ্ঠীকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
দুই দিন আগে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা করে। এর জেরে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। গতকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়। তাদের মধ্যে ইসরায়েলের ৮০০ জন এবং ফিলিস্তিনি পাঁচ শতাধিক। উদ্ভূত প্রেক্ষাপটে পুরোনো মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষ নিয়েছে এবং বরাবরের মতোই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিয়েছে হামাসের পক্ষ।
যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রতি তাঁদের দৃঢ় ও অটুট সমর্থন রয়েছে। মার্কিন জাহাজ ও যুদ্ধবিমান ইসরায়েলের কাছে ভেড়ার নির্দেশ দিয়েছেন তিনি। সামরিক রসদ ইসরায়েলে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।
ইরান: ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে তেহরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত রোববার এ মন্তব্য করেন। সেই সঙ্গে এই অঞ্চলকে বিপদগ্রস্ত করার জন্য ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সৌদি আরব: ‘উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অবিলম্বে বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও আত্মসংযম’ দেখানোর জন্য সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে।
চীন: ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে ‘শান্ত’ থাকতে এবং শিগগির যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।
রাশিয়া: তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং সেই সঙ্গে সমন্বিত, দীর্ঘস্থায়ী ও বহুল প্রতীক্ষিত আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারত: ইসরায়েলের ‘কঠিন সময়ে’ দেশটির প্রতি সংহতি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরায়েলে সন্ত্রাসী হামলার খবরে ভারত গভীরভাবে হতবাক বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাজ্য: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুক্তরাজ্যের ‘অবিচল সমর্থনের’ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইসরায়েলকে সাহায্যে যা কিছু করা সম্ভব, সবই যুক্তরাজ্য করবে বলেও জানান তিনি।
তুরস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রতি বেসামরিক জনগোষ্ঠীকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
ভারতের আসাম রাজ্যে আবারও শুরু হয়েছে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে ধরপাকড়। রাজ্য সরকার দাবি করছে, সীমান্ত পেরিয়ে আসামে অনেক বাংলাদেশি ঢুকেছে। কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স বলছে, বাস্তবে এই অভিযানের মূল শিকার হচ্ছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে আসামে থাকা বাংলা ভাষাভাষী পরিবারগুলো।
২৮ মিনিট আগেগাজায় যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এ যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি’ ঘটতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৮ মিনিট আগেজীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে অভিযোগ, পশ্চিমবঙ্গের বহুল আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। শুধু তাই নয়, তদন্ত এড়াতে ও তথ্য গোপন করতে তিনি একাধিক মোবাইল ফোন নষ্ট করেছিলেন বলে দাবি তদন্তকারী সংস্থাটির।
২ ঘণ্টা আগেচীন–মার্কিন বাণিজ্যযুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বিপুলসংখ্যক চীনা শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তাঁর প্রশাসন অতিরিক্ত আরও ৬ লাখ শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ করে
২ ঘণ্টা আগে