Ajker Patrika

গাজায় হামাসের হাতে ধরা পড়া ইসরায়েলি নারী সেনা নিহত

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২৩: ৪৫
গাজায় হামাসের হাতে ধরা পড়া ইসরায়েলি নারী সেনা নিহত

গাজায় স্থল অভিযান চালানোর সময় হামাস যোদ্ধাদের হাতে আটক হয়েছিলেন এক নারী সৈনিক। আজ মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, নোয়া মার্সিয়ানো নামে ওই সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার গাজা নিয়ন্ত্রণকারী হামাস যোদ্ধারা একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি এক নারী সেনাকে আটক করেছে স্বাধীনতাকামী যোদ্ধারা।

পরে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নারী সেনার পরিচয় নিশ্চিত করে জানায়, তিনি ১৯ বছর বয়সী নোয়া মার্সিয়ানো।

হামাসের ভিডিওতে মার্সিয়ানো তার নাম এবং পরিচয়পত্রের নম্বর দিয়ে নিজের পরিচয় দেন। তিনি জানান, চার দিন ধরে গাজায় তাঁকে বন্দী করে রাখা হয়েছে।

মঙ্গলবার হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, ইসরায়েলি হামলায়ই মার্সিয়ানো নিহত হয়েছেন। তবে ঠিক কীভাবে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি উবায়দা।

মার্সিয়ানোর মৃত্যুতে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা এখন ৪৭-এ পৌঁছেছে।

হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে দেশটির সেনাবাহিনী ধারাবাহিকভাবে গাজা শহরে বোমাবর্ষণ করছে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে গাজায় ১১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত