Ajker Patrika

‘আগুনে ঘি ঢালছেন ট্রাম্প’, ইরান-ইসরায়েল সংঘাত প্রসঙ্গে চীন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ জুন ২০২৫, ১৫: ০৬
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে চীন। চীন অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতে ‘ঘি ঢালছেন’।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যেতে’ সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন।

আজ মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আগুন উসকে দেওয়া, ঘি ঢালা, হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না, বরং কেবল সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে।’

এদিকে কানাডায় চলমান জি৭ সম্মেলন শেষ না করেই তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে আলোচনার উদ্যোগ নেবেন। যুদ্ধবিরতির আলোচনা শুরু করতেই তিনি তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরেছেন।

এই খবর সংবাদমাধ্যমে আসার পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে বলেন, ‘প্রচারপ্রিয় ফরাসি প্রেসিডেন্ট’ যুদ্ধবিরতির কথা বানিয়ে বলেছেন। ‘যুদ্ধবিরতি নয়, এর চেয়ে বড় কিছু’ নিয়ে তিনি আলোচনা করছেন বলে জানান।

সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ভাইস প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূতকে ইরানের সঙ্গে আলোচনার জন্য পাঠাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত