গাজায় ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি শুরু হয়েছে স্থল অভিযানও। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইসরায়েল। তবে ইসরায়েলের ভয়াবহ হামলায় ক্রমাগত বাড়ছে নিহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে গাজা ও পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭০০। আহত হয়েছে আরও প্রায় সাড়ে ২১ হাজার।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬০ জনে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্ত ২১ হাজার ৪০০ জন।
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকার ভেতর ঢুকে পড়েছে ইসরায়েলের অসংখ্য ট্যাংক। গত শুক্রবার রাতে গাজায় টানা কয়েক ঘণ্টা বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই সময় ট্যাংকসহ গাজার ভেতরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়েল হ্যাগারি শনিবার জানিয়েছেন, তাঁদের সেনারা ট্যাংকসহ গাজার ভেতরে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে তারা ‘দুর্বল শত্রুর’ মোকাবিলা করছে।
হ্যাগারি আরও দাবি করেন, গাজার ভেতরে যাওয়া প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য এখন পর্যন্ত হতাহতের শিকার হননি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক দিন ধরে গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি ইসরায়েল দিচ্ছিল, সেনাদের ট্যাংক নিয়ে গাজায় প্রবেশের মধ্য দিয়ে সেই অভিযান শুরু হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের ট্যাংক যে গাজার ভেতর অবস্থান করছে, তার প্রমাণ দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী।
ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বাহিনীর কয়েক ডজন ট্যাংক গাজার ভেতর রয়েছে। ট্যাংকের সঙ্গে অন্যান্য সাঁজোয়া যানও রয়েছে। তবে বিবিসি জানিয়েছে, এই ভিডিও গাজার কোথায় ধারণ করা হয়েছে, তা এখন নিশ্চিত করার চেষ্টা করছে তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসাবশেষের নিচে ১ হাজারের বেশি মানুষ চাপা পড়ে আছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নিহত মানুষের যে পরিসংখ্যান দেখানো হচ্ছে, তাতে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া মানুষের সংখ্যা এখনো যোগ করা হয়নি বলেও দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এ বিষয়ে অধিকৃত গাজা উপত্যকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন বলেছেন, ‘আমরা অনুমান করছি, ইট-কংক্রিটের ধ্বংসাবশেষের নিচে এখনো সহস্রাধিক মানুষ চাপা পড়ে আছে; যাদের এখনো চিহ্নিত করা হয়নি।’
গাজায় ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি শুরু হয়েছে স্থল অভিযানও। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইসরায়েল। তবে ইসরায়েলের ভয়াবহ হামলায় ক্রমাগত বাড়ছে নিহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে গাজা ও পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭০০। আহত হয়েছে আরও প্রায় সাড়ে ২১ হাজার।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬০ জনে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্ত ২১ হাজার ৪০০ জন।
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকার ভেতর ঢুকে পড়েছে ইসরায়েলের অসংখ্য ট্যাংক। গত শুক্রবার রাতে গাজায় টানা কয়েক ঘণ্টা বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই সময় ট্যাংকসহ গাজার ভেতরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়েল হ্যাগারি শনিবার জানিয়েছেন, তাঁদের সেনারা ট্যাংকসহ গাজার ভেতরে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে তারা ‘দুর্বল শত্রুর’ মোকাবিলা করছে।
হ্যাগারি আরও দাবি করেন, গাজার ভেতরে যাওয়া প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য এখন পর্যন্ত হতাহতের শিকার হননি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক দিন ধরে গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি ইসরায়েল দিচ্ছিল, সেনাদের ট্যাংক নিয়ে গাজায় প্রবেশের মধ্য দিয়ে সেই অভিযান শুরু হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের ট্যাংক যে গাজার ভেতর অবস্থান করছে, তার প্রমাণ দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী।
ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বাহিনীর কয়েক ডজন ট্যাংক গাজার ভেতর রয়েছে। ট্যাংকের সঙ্গে অন্যান্য সাঁজোয়া যানও রয়েছে। তবে বিবিসি জানিয়েছে, এই ভিডিও গাজার কোথায় ধারণ করা হয়েছে, তা এখন নিশ্চিত করার চেষ্টা করছে তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসাবশেষের নিচে ১ হাজারের বেশি মানুষ চাপা পড়ে আছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নিহত মানুষের যে পরিসংখ্যান দেখানো হচ্ছে, তাতে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া মানুষের সংখ্যা এখনো যোগ করা হয়নি বলেও দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এ বিষয়ে অধিকৃত গাজা উপত্যকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন বলেছেন, ‘আমরা অনুমান করছি, ইট-কংক্রিটের ধ্বংসাবশেষের নিচে এখনো সহস্রাধিক মানুষ চাপা পড়ে আছে; যাদের এখনো চিহ্নিত করা হয়নি।’
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি।
১ মিনিট আগেকেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৩৬ মিনিট আগেজাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনো হামাসের কাছে থাকা জিম্মিদের অনেকেই বেঁচে আছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর, মা-বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রের পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে।
১ ঘণ্টা আগে