যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিরতি ‘চুক্তি’ করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। প্যারিসে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে তিনি এই কথা জানান।
রাশিয়ান সংবাদমাধ্যম মস্কো টাইমসের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে লিখেছেন ‘জেলেনস্কি ও ইউক্রেন এই পাগলামি বন্ধে, চুক্তি করতে আগ্রহী।’
তিনি আরও লিখেছেন, ‘অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তি করে, আলোচনায় বসা উচিত। অনেক মানুষ প্রাণ হারিয়েছে, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। এই যুদ্ধ চিরকাল চলতে পারে না।’
গতকাল শনিবার প্যারিসে নটর ডেম ক্যাথেড্রালের পুনঃনির্মাণে অংশ নিতে প্যারিসে এসেছিলেন ট্রাম্প। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে, নভেম্বর মাসে নির্বাচনে বিজয়ের পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছিলেন।
অন্যদিকে এই তিন নেতার সাক্ষাতের কয়েক ঘন্টা আগেই ইউক্রেনের জন্য প্রায় ১০০ কোটি ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে বাইডেন প্রশাসন।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, নতুন সামরিক সহায়তার এই প্যাকেজে ড্রোন, হিমার্স রকেট লঞ্চারের জন্য গোলাবারুদ, আর্টিলারি সিস্টেম, ট্যাংক এবং সাঁজোয়া যানের যন্ত্রাংশ রয়েছে।
এদিকে ট্রাম্প বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি হোয়াইট হাউসে ফিরে গেলে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে অবিলম্বে শেষ করবেন। তিনি দাবি করেছেন, যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনই ইউক্রেনে আক্রমণ করতেন না।
এর আগে নির্বাচনে জয়ী হয়েও ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যুদ্ধ শেষ করবেন। তবে কীভাবে যুদ্ধ শেষ করবেন, সে সম্পর্কে কিছু বলেননি।
রোববার ইউক্রেনের সরকারি ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে একটি ‘ভালো বৈঠক’ করেছেন। বৈঠকে ট্রাম্পের কাছে তিনি আবেদন করেছেন, ‘ইউক্রেনে ন্যায্য ও স্থায়ী শান্তি চুক্তি প্রয়োজন। যেন ভবিষ্যতে আর কখনো রাশিয়ানরা এটির লঙ্ঘন করতে না পারে। যেমনটি তারা অতীতে একাধিকবার করেছে।’
এই বিবৃতিতে জেলেনস্কি আরও বলেন, ‘যুদ্ধ কেবল একটি কাগজের টুকরা ও কয়েকটি স্বাক্ষর দিয়ে শেষ হতে পারে না। নিশ্চয়তা না থাকলে যে কোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে।’
তিনি পুতিনের বিরুদ্ধে ‘শক্তি’ প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন—‘পুতিনকে থামানোর জন্য আমরা আমেরিকা ও গোটা বিশ্বের সাহায্যের ওপর নির্ভর করছি। তাঁকে থামানোর একমাত্র উপায় যুক্তরাষ্ট্র ও পুরো বিশ্বের ঐক্য।’
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিরতি ‘চুক্তি’ করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। প্যারিসে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে তিনি এই কথা জানান।
রাশিয়ান সংবাদমাধ্যম মস্কো টাইমসের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে লিখেছেন ‘জেলেনস্কি ও ইউক্রেন এই পাগলামি বন্ধে, চুক্তি করতে আগ্রহী।’
তিনি আরও লিখেছেন, ‘অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তি করে, আলোচনায় বসা উচিত। অনেক মানুষ প্রাণ হারিয়েছে, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। এই যুদ্ধ চিরকাল চলতে পারে না।’
গতকাল শনিবার প্যারিসে নটর ডেম ক্যাথেড্রালের পুনঃনির্মাণে অংশ নিতে প্যারিসে এসেছিলেন ট্রাম্প। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে, নভেম্বর মাসে নির্বাচনে বিজয়ের পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছিলেন।
অন্যদিকে এই তিন নেতার সাক্ষাতের কয়েক ঘন্টা আগেই ইউক্রেনের জন্য প্রায় ১০০ কোটি ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে বাইডেন প্রশাসন।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, নতুন সামরিক সহায়তার এই প্যাকেজে ড্রোন, হিমার্স রকেট লঞ্চারের জন্য গোলাবারুদ, আর্টিলারি সিস্টেম, ট্যাংক এবং সাঁজোয়া যানের যন্ত্রাংশ রয়েছে।
এদিকে ট্রাম্প বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি হোয়াইট হাউসে ফিরে গেলে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে অবিলম্বে শেষ করবেন। তিনি দাবি করেছেন, যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনই ইউক্রেনে আক্রমণ করতেন না।
এর আগে নির্বাচনে জয়ী হয়েও ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যুদ্ধ শেষ করবেন। তবে কীভাবে যুদ্ধ শেষ করবেন, সে সম্পর্কে কিছু বলেননি।
রোববার ইউক্রেনের সরকারি ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে একটি ‘ভালো বৈঠক’ করেছেন। বৈঠকে ট্রাম্পের কাছে তিনি আবেদন করেছেন, ‘ইউক্রেনে ন্যায্য ও স্থায়ী শান্তি চুক্তি প্রয়োজন। যেন ভবিষ্যতে আর কখনো রাশিয়ানরা এটির লঙ্ঘন করতে না পারে। যেমনটি তারা অতীতে একাধিকবার করেছে।’
এই বিবৃতিতে জেলেনস্কি আরও বলেন, ‘যুদ্ধ কেবল একটি কাগজের টুকরা ও কয়েকটি স্বাক্ষর দিয়ে শেষ হতে পারে না। নিশ্চয়তা না থাকলে যে কোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে।’
তিনি পুতিনের বিরুদ্ধে ‘শক্তি’ প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন—‘পুতিনকে থামানোর জন্য আমরা আমেরিকা ও গোটা বিশ্বের সাহায্যের ওপর নির্ভর করছি। তাঁকে থামানোর একমাত্র উপায় যুক্তরাষ্ট্র ও পুরো বিশ্বের ঐক্য।’
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৩ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে