গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে ৪৩ হাজার ৫০০ জনের বেশি। এর মধ্যে ৭০ শতাংশই শিশু ও নারী। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গতকাল শুক্রবার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধের প্রথম ছয় মাসের মধ্যে নিহত ৩৪ হাজার ৫০০-এর বেশি মানুষের মধ্যে ৮ হাজার ১১৯ জনের মৃত্যুর তথ্য যাচাই করা হয়েছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকই নারী ও শিশু, যার মধ্যে সবচেয়ে ছোট একজনের বয়স ছিল মাত্র এক দিন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে ৪৪ শতাংশই শিশু। ৫-৯ বছর বয়সী শিশু সবচেয়ে বেশি নিহত হয়েছে। নিহতের তালিকায় এর পরই আছে ১০-১৪ বছর বয়সী এবং ৪ বছর বা তার কম বয়সী শিশু। সবচেয়ে কম বয়সী নিহত একজন একদিনের শিশু এবং সবচেয়ে বেশি বয়সী নিহত একজন ৯৭ বছরের নারী।
ওএইচসিএইচআরের প্রতিবেদনে বলা হয়েছে, ৮৮ শতাংশ ক্ষেত্রে ইসরায়েলের একটি হামলায় হামলায় পাঁচ বা তার চেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। বিষয়টি ইঙ্গিত দেয় যে, ইসরায়েলি সামরিক বাহিনী জনবহুল এলাকায় ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ইসরায়েলি সরকারের (গাজায়) মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়েছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস ও ব্যাপকভাবে মানুষকে স্থানচ্যুত করা অব্যাহত রেখেছে।’ এতে উল্লেখ করা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনীর এসব কর্মকাণ্ড নজিরবিহীন মাত্রায় হত্যাকাণ্ড, মৃত্যু, ক্ষুধা, অসুস্থতা ও রোগব্যাধি সৃষ্টি করেছে অঞ্চলটিতে।’
গাজা কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে অঞ্চলটিতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৩ হাজার ৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে ৪৩ হাজার ৫০০ জনের বেশি। এর মধ্যে ৭০ শতাংশই শিশু ও নারী। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গতকাল শুক্রবার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধের প্রথম ছয় মাসের মধ্যে নিহত ৩৪ হাজার ৫০০-এর বেশি মানুষের মধ্যে ৮ হাজার ১১৯ জনের মৃত্যুর তথ্য যাচাই করা হয়েছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকই নারী ও শিশু, যার মধ্যে সবচেয়ে ছোট একজনের বয়স ছিল মাত্র এক দিন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে ৪৪ শতাংশই শিশু। ৫-৯ বছর বয়সী শিশু সবচেয়ে বেশি নিহত হয়েছে। নিহতের তালিকায় এর পরই আছে ১০-১৪ বছর বয়সী এবং ৪ বছর বা তার কম বয়সী শিশু। সবচেয়ে কম বয়সী নিহত একজন একদিনের শিশু এবং সবচেয়ে বেশি বয়সী নিহত একজন ৯৭ বছরের নারী।
ওএইচসিএইচআরের প্রতিবেদনে বলা হয়েছে, ৮৮ শতাংশ ক্ষেত্রে ইসরায়েলের একটি হামলায় হামলায় পাঁচ বা তার চেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। বিষয়টি ইঙ্গিত দেয় যে, ইসরায়েলি সামরিক বাহিনী জনবহুল এলাকায় ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ইসরায়েলি সরকারের (গাজায়) মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়েছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস ও ব্যাপকভাবে মানুষকে স্থানচ্যুত করা অব্যাহত রেখেছে।’ এতে উল্লেখ করা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনীর এসব কর্মকাণ্ড নজিরবিহীন মাত্রায় হত্যাকাণ্ড, মৃত্যু, ক্ষুধা, অসুস্থতা ও রোগব্যাধি সৃষ্টি করেছে অঞ্চলটিতে।’
গাজা কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে অঞ্চলটিতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৩ হাজার ৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১০ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
১০ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
১৪ ঘণ্টা আগে