Ajker Patrika

মধ্যপ্রাচ্যে ব্যর্থ যুক্তরাষ্ট্র, তার প্রমাণ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: ভ্লাদিমির পুতিন 

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৩: ১০
মধ্যপ্রাচ্যে ব্যর্থ যুক্তরাষ্ট্র, তার প্রমাণ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: ভ্লাদিমির পুতিন 

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সংঘাত চরমে। এই সংঘাতকে কেন্দ্র করে ইতিমধ্যে বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ ইসরায়েলের পক্ষ নিয়ে দিচ্ছে বিবৃতি, কেউ আবার ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কথা বলছে। এই সংঘাত নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশল যে কতটা ব্যর্থ, সেটা ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংঘাত খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে।’ এর কারণ হিসেবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্বার্থ উপেক্ষা করেছে। যেখানে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের প্রয়োজন, সেখানে যুক্তরাষ্ট্র তাদের উপেক্ষা করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-সুদানির সঙ্গে মস্কোতে বৈঠকে এসব কথা বলেছেন পুতিন। তিনি বলেন, ‘অনেকে আমার সঙ্গে একমত হবেন যে, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ।’

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সমঝোতাকে একচেটিয়া করার চেষ্টা করেছে। কিন্তু দুঃখজনকভাবে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন সমঝোতার ইচ্ছাই তাদের নেই। বিপরীতে এ কাজে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করার চেষ্টা করেছে।’ 

মার্কিন যুক্তরাষ্ট্র ‘ফিলিস্তিনের জনগণের অত্যাবশ্যক স্বার্থ বিবেচনায় নিতে’ ব্যর্থ হয়েছে। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবকে উপেক্ষা করেছে বলেও জানিয়েছেন পুতিন।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রেমলিন যুদ্ধরত উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং বিরোধ সমাধানে ভূমিকা পালন করতে চাইছে। তবে কীভাবে তা করা হবে, তা এখনো নির্দিষ্ট করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত