স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের সব মানুষকে শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। পঞ্জিকা অনুযায়ী ওই দিনটি চলতি হিজরি বছরের ২৯ রমজানে পড়ে।
সুপ্রিম কোর্টের একটি বিবৃতির বরাত দিয়ে রোববার সৌদি গেজেট এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—যারা খালি চোখে বা দুরবিনের মাধ্যমে নতুন বাঁকা চাঁদ দেখতে পাবেন তাঁদেরকে নিকটস্থ আদালতে গিয়ে খবরটি জানাতে হবে। তবে তাঁদেরকে অবশ্যই চাঁদ দেখার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।
বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত চাঁদ দেখা কমিটিতে যোগদানের জন্য সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করেছে।
মোট ১২টি মাস নিয়ে ইসলামি হিজরি সালের পঞ্জিকায় ৩৫৪ কিংবা ৩৫৫ দিনে বছর শেষ হয়। রমজান এই পঞ্জিকার নবম মাস। ঈদুল ফিতরের মাধ্যমে এই মাসের সমাপ্তি চিহ্নিত করা হয়।
গত ৫ এপ্রিল রমজান মাসের শেষ জুমা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে এদিন লাখ লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।
এর আগে, এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের আগামী ৯ এপ্রিল থেকে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। ঈদুল ফিতর উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট, লাইট শো এবং আতশবাজি করার প্রস্তুতি চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-অ্যারাবিয়া।
স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের সব মানুষকে শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। পঞ্জিকা অনুযায়ী ওই দিনটি চলতি হিজরি বছরের ২৯ রমজানে পড়ে।
সুপ্রিম কোর্টের একটি বিবৃতির বরাত দিয়ে রোববার সৌদি গেজেট এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—যারা খালি চোখে বা দুরবিনের মাধ্যমে নতুন বাঁকা চাঁদ দেখতে পাবেন তাঁদেরকে নিকটস্থ আদালতে গিয়ে খবরটি জানাতে হবে। তবে তাঁদেরকে অবশ্যই চাঁদ দেখার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।
বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত চাঁদ দেখা কমিটিতে যোগদানের জন্য সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করেছে।
মোট ১২টি মাস নিয়ে ইসলামি হিজরি সালের পঞ্জিকায় ৩৫৪ কিংবা ৩৫৫ দিনে বছর শেষ হয়। রমজান এই পঞ্জিকার নবম মাস। ঈদুল ফিতরের মাধ্যমে এই মাসের সমাপ্তি চিহ্নিত করা হয়।
গত ৫ এপ্রিল রমজান মাসের শেষ জুমা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে এদিন লাখ লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।
এর আগে, এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের আগামী ৯ এপ্রিল থেকে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। ঈদুল ফিতর উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট, লাইট শো এবং আতশবাজি করার প্রস্তুতি চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-অ্যারাবিয়া।
পাকিস্তানি এক নারীকে বিয়ে করার পর, বিয়ের তথ্য গোপন করার অভিযোগে বরখাস্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান মুনির আহমেদ। বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর গতকাল শনিবার মুনির আহমেদ জানান, তিনি সদর দপ্তরের অনুমতি পাওয়ার প্রায় এক মাস পর বিয়ে করেছিলেন।
৩ ঘণ্টা আগেপাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারত যদি কোনোভাবে সিন্ধু নদের পানি সরিয়ে নেওয়ার জন্য কোনো ধরনের অবকাঠামো তৈরি করে তবে তা গুঁড়িয়ে দেওয়া হবে। এমনকি, ভারত যদি পাকিস্তানে কোনো ধরনের হামলা চালায় তবে দেশটিতে ইসলামাবাদ পূর্ণ শক্তি নিয়েই হামলা চালাবে, এমনকি পারমাণবিক অস্ত্র ব্যবহারও করতে পারে।
৪ ঘণ্টা আগেমরণব্যাধি টিউমার বাসা বেঁধেছিল ভারতের ইন্দোরের তিন বছর বয়সী ভিয়ানা জৈনের মস্তিষ্কে। গত ডিসেম্বরে টিউমার ধরা পড়ার পর চলছিল চিকিৎসা। শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পারিবারিক ধর্মগুরুর পরামর্শ মেনে ভিয়ানাকে এমন এক ধর্মীয় প্রথা মানতে হলো, যার পরিণতিতে মৃত্যু সঙ্গী হলো তার।
৪ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত পেরিয়ে যাওয়া বিএসএফ জওয়ানদের ফেরত পাঠানোর একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া থাকলেও, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান এখনো পর্যন্ত পূর্ণম কুমার সাহুকে ফেরত দেয়নি। এ অবস্থায় ভারত আটক পাকিস্তানি রেঞ্জারসকে নিয়ে কী পদক্ষেপ নেবে, তা এখনো স্পষ্ট নয়।
৬ ঘণ্টা আগে