Ajker Patrika

তেল আবিবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫

তেল আবিবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫

ইসরায়েলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাজধানী তেল আবিবের শহরতলি নেই বারাকে এই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার মাত্র দুই দিন পর এই ঘটনা ঘটল।

দেশটির জরুরি সেবা সাড়া দানকারী বিভাগে এলি বেন বলেন, ‘দুর্ভাগ্যবশত পাঁচজন মানুষের মৃত্যু আমাদের দেখতে হয়েছে।’

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে—একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে এক ব্যক্তি তেল আবিবের পূর্বের শহরতলি নেই বারাকের দুটি পৃথক স্থানে পথচারীদের ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি গুলিবিদ্ধ হন। 

এ প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন—তাঁর দেশে ‘খুনি আরব সন্ত্রাসবাদীদের ঢেউ’ আছড়ে পড়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করতে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের এক জরুরি বৈঠকও আহ্বান করেছেন তিনি। 

এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে—ইসরায়েলের নিরাপত্তা বাহিনী অন্তত ১২ ফিলিস্তিনি নাগরিকের বাড়িতে অভিযান চালিয়েছে এবং সাম্প্রতিক হামলার কারণে উদ্ভূত নিরাপত্তা নিশ্চিতকরণ অভিযানের অংশ হিসেবে আইএসআইএল-এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। 

এ ছাড়া, এই বন্দুক হামলাটি মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার মাত্র অল্প কয়েক দিন আগেই এল। সাম্প্রতিক বছরগুলিতে ইসরায়েলি পুলিশ এবং ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত