আজকের পত্রিকা ডেস্ক
সৌদি আরব সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সৌদি আরব ২০৩০ সালের মধ্যে স্বল্প খরচের একটি নতুন জাতীয় বিমান পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন বিমান সংস্থাটির বিমান বহরে মোট ৪৫টি উড়োজাহাজ থাকবে। এটি সৌদি আরবের বিমান পরিবহন খাতকে আরও উন্নত ও প্রসারিত করার পরিকল্পনার একটি অংশ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সুপরিচিত বিমান পরিবহন সংস্থা এয়ার অ্যারাবিয়া একটি কনসোর্টিয়াম বা জোটের অংশ হিসেবে এই নতুন বিমান সংস্থা পরিচালনার জন্য প্রতিযোগিতামূলক দরপত্রে জয়লাভ করেছে। এই জোটটিতে আরও দুটি কোম্পানি রয়েছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন, এই তথ্যটি নিশ্চিত করেছে।
এই নতুন বিমান সংস্থাটি মূলত সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে তাদের কার্যক্রম চালাবে। এখান থেকে তারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা যাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন সাশ্রয়ী বিমান সংস্থাটি সৌদি আরবের মধ্যে ২৪টি বিভিন্ন গন্তব্যে এবং আন্তর্জাতিকভাবে ৫৭টি গন্তব্যে তাদের পরিষেবা প্রদান করবে। তাদের প্রধান লক্ষ্য হলো প্রতি বছর প্রায় ১০ মিলিয়ন যাত্রীকে পরিবহন করা। এই উদ্যোগটি সৌদি আরবের পর্যটন শিল্প এবং অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে, কারণ এটি ভ্রমণকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে।
সৌদি আরব সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সৌদি আরব ২০৩০ সালের মধ্যে স্বল্প খরচের একটি নতুন জাতীয় বিমান পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন বিমান সংস্থাটির বিমান বহরে মোট ৪৫টি উড়োজাহাজ থাকবে। এটি সৌদি আরবের বিমান পরিবহন খাতকে আরও উন্নত ও প্রসারিত করার পরিকল্পনার একটি অংশ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সুপরিচিত বিমান পরিবহন সংস্থা এয়ার অ্যারাবিয়া একটি কনসোর্টিয়াম বা জোটের অংশ হিসেবে এই নতুন বিমান সংস্থা পরিচালনার জন্য প্রতিযোগিতামূলক দরপত্রে জয়লাভ করেছে। এই জোটটিতে আরও দুটি কোম্পানি রয়েছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন, এই তথ্যটি নিশ্চিত করেছে।
এই নতুন বিমান সংস্থাটি মূলত সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে তাদের কার্যক্রম চালাবে। এখান থেকে তারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা যাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন সাশ্রয়ী বিমান সংস্থাটি সৌদি আরবের মধ্যে ২৪টি বিভিন্ন গন্তব্যে এবং আন্তর্জাতিকভাবে ৫৭টি গন্তব্যে তাদের পরিষেবা প্রদান করবে। তাদের প্রধান লক্ষ্য হলো প্রতি বছর প্রায় ১০ মিলিয়ন যাত্রীকে পরিবহন করা। এই উদ্যোগটি সৌদি আরবের পর্যটন শিল্প এবং অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে, কারণ এটি ভ্রমণকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস গার্ড ও ইমিগ্রেশন এজেন্টদের দিয়ে অভিবাসীদের আটক নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এসব বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইনসারেকশন অ্যাক্ট বা
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কঠিন অভ্যন্তরীণ বিমান পরিবহনের বাজারে যেখানে সস্তা বিমান সংস্থাগুলো টিকে থাকার লড়াই করছে, সেখানে একটি নতুন সংস্থা দ্রুত রাজস্ব বাড়িয়ে নজর কেড়েছে। সংস্থাটির নাম ‘ব্রিজ অ্যাভিয়েশন গ্রুপ ইনক’।
১০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে আজকাল পাখিদের আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। এই অস্বাভাবিকতা শুধু তাদের জন্য নয়, মানবজাতির ভবিষ্যতের জন্যও ভয়ংকর সংকেত বহন করছে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তনের ফলে পাখিদের অভিবাসনের প্রাকৃতিক ধারা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
১১ ঘণ্টা আগেআগামী ১৪ অক্টোবর ইতালির শহর উদিনের একটি ফুটবল মাঠে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হবে ইতালি ও ইসরায়েল। কিন্তু ম্যাচটিকে ঘিরে এখন নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে। মাত্র ৬ হাজার আসনের ওই মাঠটিতে টিকিটধারী দর্শকের চেয়ে মাঠের বাইরে বিক্ষোভকারীর সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১১ ঘণ্টা আগে