Ajker Patrika

ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা

আপডেট : ০৩ মে ২০২১, ১৩: ৩৯
ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত  দুটি রকেট হামলা হয়েছে।  গতকাল রোববার এই রকেট হামলা চালানো হয়।

ইরাক সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গত ১০ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতিয়বার মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হলো।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনা ঘাঁটির বাসভবনগুলোকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।

এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি । এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

তবে এমন হামলার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করে যুক্তরাষ্ট্র।  ইরাকে ২০০৩ সালে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সেখানে এখনো আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এর আগে গত সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত তিনটি রকেট হামলা হয়েছে। ওই হামলার এক মার্কিন সেনা আহত হন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে প্রায় ৩০টি রকেট অথবা বোমা হামলা চালানো হয়েছে।

এদিকে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গ ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিন বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ছয় জাতি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৫ সালে হওয়া ওই চুক্তিকে পুনরুজ্জীবিত করার বিষয়ে এখন বিশ্ব শক্তিগুলো আলোচনা করছে। এ ক্ষেত্রে অনেকখানি অগ্রগতিও হয়েছে বলে মনে করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত