Ajker Patrika

ইরানের সেই সাহসী সংবাদ পাঠিকাকে পুরস্কৃত করল ভেনেজুয়েলা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ জুন ২০২৫, ১২: ২৮
ইরানি সংবাদ পাঠিকা সাহার ইমামি। ছবি: সংগৃহীত
ইরানি সংবাদ পাঠিকা সাহার ইমামি। ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার সময় চরম সাহসিকতা দেখানো সেই ইরানি সংবাদ পাঠিকাকে জাতীয় পুরস্কার দিল ভেনেজুয়েলা। সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় সাইমন বলিভার পুরস্কার পেয়েছেন সাহার ইমামি। শুধু সাহারা নন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) আরও দুই কর্মী—নিমা রেজবপুর ও মাসুম আজিমিকেও এই পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের হয়ে এই পুরস্কার গ্রহণ করেছেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী শেগিনি। ইরানি সংবাদমাধ্যম প্রেসি টিভি জানিয়েছে এ তথ্য।

গত শনিবার, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘জাতীয় সাংবাদিকতা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেগিনির হাতে পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) কার্যালয়ে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান তিনি। হামলার সময় ভবনের ভেতর যারা ছিলেন তাঁদের সাহসের ভূয়সী প্রশংসা করেন।

প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘ইরানি তিন গণমাধ্যমকর্মীকে আজ যে পুরস্কার দেওয়া হলো, তা শুধু ভেনেজুয়েলার দৃষ্টিভঙ্গিই নয়, পুরো বিশ্বই তাঁদের এই পুরস্কারের যোগ্য মনে করে বলেই মনে করছি। এই পুরস্কার পুরো বিশ্বেরই সর্বসম্মত মনোভাবের প্রতিফলন। এর মাধ্যমে সাহস ও সত্যকে মূল্যায়ন করা হলো।’

ইরান-ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধে আইআরআইবির কেন্দ্রীয় কার্যালয়ে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় সরাসরি সম্প্রচার চলছিল। ফলে, পুরো বিশ্বই ইসরায়েলের হামলার সাক্ষী হয়েছে। ১৬ জুন ইসরায়েলের ওই হামলার সময় খবর পড়ছিলেন সাহারা ইমামি। প্রথম বিস্ফোরণে ভবন কেঁপে উঠলেও তিনি শক্ত থাকেন এবং সম্প্রচার চালিয়ে যান, সেই সঙ্গে হামলার নিন্দা জানান। কয়েক মুহূর্ত পর আরও একটি বিস্ফোরণে স্টুডিও ধোঁয়া ও ধুলায় ঢেকে যায়, ফলে তাঁকে সেখান থেকে সরে যেতে হয়। কিছুক্ষণ পর তিনি আবার পর্দায় ফিরে আসেন এবং আইআরআইবির রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং নিউজ ডিরেক্টর হাসান আবেদিনির সঙ্গে ইসরায়েলি হামলার নিন্দা জানান।

এ ঘটনার পর সাহারা ইমামিকে বাহবা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

৭৫ কোটি টাকার কর ফাঁকি: এনবিআর কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ধর্ষণের আলামত নষ্ট, ধুনট থানার সাবেক ওসির বিরুদ্ধে পরোয়ানা

মহাসড়কের বেহাল দশা দেখতে গিয়ে নিজেই যানজটে আটকা উপদেষ্টা, রওনা দিলেন মোটরসাইকেলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত